চট্টগ্রাম নগরীতে মেয়াদোত্তীর্ণ খাদ্য পণ্য, অননুমোদিত বিদেশি প্রসাধনী, অননুমোদিত দুধ ও ঘি সংরক্ষণ ও বিক্রি এবং সয়াবিন তেল লুকিয়ে রেখে কৃত্রিম সংকট সৃষ্টিসহ বিভিন্ন অভিযোগে দুই প্রতিষ্ঠানকে মোট ৮০ জরিমানা করেছে ভোক্তাধিকার চট্টগ্রাম।
সোমবার (১০ মার্চ) নগরীর চান্দগাঁও আবাসিক এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় ও জেলা কার্যালয়ের সমন্বয়ে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মেয়াদোত্তীর্ণ চানাচুর বিক্রি, নকল পণ্য বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ, অননুমোদিত বিদেশি প্রসাধনী বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ, মেয়াদ ও মূল্যহীন অননুমোদিত দুধ এবং ঘি বিক্রয়ের উদ্দেশ্য সংরক্ষণ এবং গুদামে সয়াবিন তেলের সঠিক তথ্য সঠিক না থাকায় বাজারে ভোজ্য তেলে সংকট সৃষ্টি করা এবং খুচরা বিক্রেতাদের কাছে সয়াবিন তেল শর্তসাপেক্ষে (তেলের সাথে অন্যান্য অপ্রচলিত কিন্তু বেশি দামি প্রোডাক্ট নিতে দোকানীদের বাধ্য করা) বিক্রির অভিযোগে খতিবের হাট মসজিদ গলিতে অবস্থিত মেসার্স এম এম এন্টারপ্রাইজকে ৫০ হাজার জরিমানা করা হয়।
ভোক্তাধিকার চট্টগ্রামের উপ-পরিচালক ফয়েজ উল্যাহ জানান, এসময় কোনরকম শর্ত ছাড়া মজুদকৃত তেল খুচরা বিক্রেতাদের কাছে পাইকারি দাম বিক্রি করার ব্যবস্থা করা হয়। বহদ্দারহাট কাঁচা বাজারে অন্যান্য মুদি দোকানিদের ভোক্তা অধিকার বিরোধী সকল ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার আহবান জানানো হয়। জনস্বার্থে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।