প্রায় দেড় দশক ধরে ভারতীয় ক্রিকেটের ব্যাটিং স্তম্ভের মূলে রোহিত শর্মা এবং বিরাট কোহলি। দুজনের ব্যাটে চড়ে ভারত বিগত সময়গুলোতে দেখেছে বহু সাফল্য। গেল বছরেই দুজন মিলে জিতেছেন টি–টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা।
গতকাল নামেন আরও একটা ফাইনাল জয়ের মিশনে। সেটা ২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। আর এই ফাইনালে মাঠে নেমেই নতুন এক বিশ্বরেকর্ড গড়েছেন ভারতীয় ক্রিকেটের বর্ষীয়ান এই জুটি। আইসিসির স্বীকৃত টুর্নামেন্টে সবচেয়ে বেশি ৯ বার ফাইনাল খেলতে নামলেন এই দুজন। পেছনে ফেলেছেন যুবরাজ সিংয়ের ৮ ফাইনাল খেলার কীর্তিকে। ২০০৭ সালে টি–টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল দিয়ে আইসিসি ইভেন্টের ফাইনালের সঙ্গে পরিচিতি ঘটে রোহিত শর্মার। আর ২০১১ বিশ্বকাপের ফাইনালে খেলেছিলেন বিরাট কোহলি। দুজনেই নিজ নিজ প্রথম ফাইনালে জয় পেয়েছিলেন। এরপর দুজনে মিলে খেলেছেন ২০১৩ চ্যাম্পিয়ন্স ট্রফি, ২০১৪ টি–টোয়েন্টি বিশ্বকাপ, ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি, ২০২১ এর টেস্ট চ্যাম্পিয়নশিপ। এরপর ২০২৩ থেকে ২০২৫ সালের মাঝে খেলেছেন আরও ৪টি আইসিসি ফাইনাল। যুবরাজ সিং খেলেছেন ৮ ফাইনাল। রবীন্দ্র জাদেজা গতকালের ফাইনাল দিয়ে স্পর্শ করেছেন তার কীর্তিকে। ৭টি ফাইনাল খেলেছেন শ্রীলঙ্কার দুই কিংবদন্তি কুমার সাঙ্গাকারা এবং মাহেলা জয়াবর্ধনে।
সবচেয়ে বেশি আইসিসি ইভেন্ট ফাইনালে খেলেছেন ৯ বার–রোহিত শর্মা এবং বিরাট কোহলি, ৮ বার–যুবরাজ সিং এবং রবীন্দ্র জাদেজা,৭ বার–কুমার সাঙ্গাকারা এবং মাহেলা জয়াবর্ধনে। রোহিত এবং কোহলি নিজেদের ব্যক্তিগত এবং যৌথভাবে প্রথম ফাইনাল জয় করেছিলেন। ২০২৪ সালে টি–টোয়েন্টি ফরম্যাটে নিজেদের শেষ ফাইনালেও পেয়েছেন সেরা হওয়ার স্বাদ। এবার ১২ বছরের অপেক্ষার অবসান করে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি জেতা হয়েছে তাদের।