হালিশহর রেলক্রসিং নিবাসী বিশিষ্ট সমাজ সেবক, আওলাদে রাসূল আল্লামা সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ (রহ.) এর একনিষ্ঠ মুরিদ মোহাম্মদ নুরুল ইসলাম কোম্পানি গতকাল (রবিবার) রাত ৮ টা নাগাদ নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি….রাজেউন)। মৃত্যকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর।
তিনি ৩ ছেলে, ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজল ও গুণগ্রাহী রেখে যান। তিনি আজীবন আনজুমান, জামেয়া, তৈয়বিয়া মাদরাসা ও গাউসিয়া কমিটির খেদমতে নিবেদিত প্রাণ ছিলেন। তিনি গাউসিয়া কমিটি বাংলাদেশের আহবায়ক কমিটির সদস্য আলহাজ্ব মোহাম্মদ ইলিয়াছ হোসাইনের পিতা। আজ সোমবার বাদ জোহর হালিশহর রেলক্রসিংস্থ মরহুমের বাসভবনের সম্মুখে তাঁর নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। তাঁর ইন্তেকালে আনজুমান ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম মনজু ও মাদরাসা–এ তৈয়বিয়া ইসলামিয়া সুন্নিয়া ফাযিলের অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ বদিউল আলম রিজভি গভীর শোক প্রকাশ করেছেন। প্রেস বিজ্ঞপ্তি।