নারীর নিরাপত্তা কেন প্রশ্নবিদ্ধ

তানজিনা আক্তার চৈতি | সোমবার , ১০ মার্চ, ২০২৫ at ৬:০৭ পূর্বাহ্ণ

নারীর নিরাপত্তা আজও একটি বড় চ্যালেঞ্জ। ঘরেবাইরে নারী এখনো নিরাপত্তাহীন। পারিবারিক নির্যাতন, শিক্ষা প্রতিষ্ঠানে নির্যাতন, কর্মক্ষেত্রে বৈষম্য, রাস্তায় উত্ত্যক্তকরণ, ধর্ষণ, হত্যা এসব ঘটনা আজও নারীর চলার পথে বড় বাধা হয়ে দাঁড়ায়। অথচ একটি সমাজের প্রকৃত উন্নয়ন নির্ভর করে নারীপুরুষ উভয়ের সমান অংশগ্রহণের ওপর। যদি নারীর চলার পথ হয় কাঁটাযুক্ত, তাহলে সেই সমাজ কখনোই প্রকৃত অগ্রগতির পথে যেতে পারবে না। নারী নিরাপত্তার জন্য প্রয়োজন শুধু আইন প্রণয়ন নয়, বরং তার সঠিক বাস্তবায়ন। পরিবার থেকে শিক্ষা দিতে হবে নারীর প্রতি শ্রদ্ধাবোধ, কর্মক্ষেত্রে দিতে হবে সমান সুযোগ, রাস্তায় নিশ্চিত করতে হবে নিরাপত্তা ব্যবস্থা। নারীকে শুধু সুরক্ষার মোড়কে আবদ্ধ না রেখে তাকে স্বাবলম্বী করে তুলতে হবে, যাতে সে নিজেই নিজের রক্ষাকর্তা হতে পারে।

পূর্ববর্তী নিবন্ধকেন এই আত্মহনন
পরবর্তী নিবন্ধরমজান আত্মশুদ্ধির মাধ্যমে পবিত্রতা অর্জনের মাস