আমাদের দেশে বিশেষ করে প্রতিটি শহরে দেখবেন নামাজের সময় পুরো মসজিদ ভরপুর, লক্ষ লক্ষ মানুষ নামাজ পড়ছে, কোটি কোটি মানুষ নিত্যদিন তজবিহ পাঠ করছে, প্রায় প্রতিদিন বাংলাদেশে কোথাও না কোথাও মাহফিল হচ্ছে, হাজার হাজার মানুষ ইসলামের বয়ান শুনছে। কিন্তু এরপরও আমাদের দেশে অন্যায়, অত্যাচার, ঘুষ, দুর্নীতি, টাকা পাচার, চাঁদাবাজি কমে না। আমাদের পতনের একমাত্র কারণ, আমরা পরম করুণাময় আল্লাহকে অন্তর থেকে ভয় পাই না, আল্লাহ রাব্বুল আলামিনের উপর আমরা ভরসা করি না, উনার দেওয়া রিজিকে আমরা বিশ্বাস করি না, হারাম টাকা আয় করে হালাল খাবার খুঁজি আমরা। মোদ্দাকথা, ইসলামের যেই মূল বিষয় তা আমরা মানি না, তাই আমাদের বাংলাদেশী মুসলিমদের পতন ঠেকানো যাচ্ছে না। পবিত্র কোরআনে বলা হয়েছে দ্বীনের ব্যাপারে বাড়াবাড়ি না করতে, আমরা কোরআনও মানি না। আমরা সময় সময় মহানবীর(সাঃ) জন্য পাগল হয়ে যায়, আশেক হয়ে যায়। কিন্তু মহানবীর কথা আমরা মানতে রাজি না।
রাসুলুল্লাহ (সাঃ) স্পষ্ট বলেছেন, ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করতে, অতীতে অনেক জাতি ধ্বংস হয়েছে এই কারণে। না, আমরা বাংলাদেশী মুসলিমরা অতিরিক্ত ধর্মপ্রাণ, আমাদের ধর্ম নিয়ে টানাটানি করতেই হবে, ধ্বংসের পথে যেতেই হবে! পৃথিবীর একমাত্র দেশ হচ্ছে আমাদের দেশ, যেই দেশ ধর্মকে ব্যবহার করে ক্ষমতার জন্য, ধর্মকে ব্যবহার করে নিজের অপরাধকে লুকানোর জন্য। আমরাই একটা জাতি যারা মানুষের টাকা মেরে দিয়ে ফরজ হজ করি, দুর্নীতি করে, দাড়ি রেখে ভান করি আমি ধর্মপ্রাণ মুসলমান। এভাবে নিজেকে নিজে আর কতদিন আমরা ধোকা দেব? আল্লাহ আমাদের হেদায়েত করুন।