পাট-শিল্প রক্ষা ও প্রসারে উদ্যোগ নেয়া হোক

| সোমবার , ১০ মার্চ, ২০২৫ at ৬:০৫ পূর্বাহ্ণ

পাট বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ অর্থকরী ফসল। পাট পরিবেশবান্ধব এবং এর বহুমুখী ব্যবহার রয়েছে। একসময় এটি বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য ছিল। বাংলাদেশে প্রতি বছর ৬ মার্চ জাতীয় পাট দিবসপালিত হয়। পাটকে সোনালি আঁশ বলা হয়। কিন্তু নানা কারণে এই শিল্পের সোনালি দিন অস্তমিত হয়ে যাচ্ছে। যেমনপ্লাস্টিকের ব্যবহার বৃদ্ধি, পাটকলগুলোর দুর্বল ব্যবস্থাপনা ও দুর্নীতি, চাষীদের ন্যায্যমূল্য না দেওয়া, আধুনিক প্রযুক্তির অভাব, পাট পচনে পানির অভাব, আন্তর্জাতিক বাজারে চাহিদা হ্রাস। এছাড়াও জলবায়ু পরিবর্তনের কারণে অনিয়মিত বৃষ্টিপাত, বন্যা ও খরা দেখা দেয়। যা পাট চাষের জন্য ক্ষতিকর। তাই এই সোনালি আঁশের উজ্জ্বল সম্ভাবনা তুলে ধরার জন্য জাতীয়ভাবে প্রতিবছর পাট দিবস উদযাপন করা হয় কতগুলো উদ্দেশ্যকে সামনে রেখে। যেমনপাট চাষীদের ন্যায্যমূল্য নিশ্চিত করা। পাটজাত পণ্যের ব্যবহার বাড়ানো। পাট চাষ ও পাট শিল্পের সঙ্গে আমাদের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরা। পাট শিল্পের গৌরবময় ঐতিহ্যকে পুনরুদ্ধার করা। পরিবেশ রক্ষায় পাটের ভূমিকা সম্পর্কে সচেতনতা তৈরি করা ইত্যাদি। তাই পাটশিল্প রক্ষা ও এর প্রসারে উদ্যোগ নেয়া হোক।

কাজী মালিহা আকতার

শিক্ষার্থী,

উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, চট্টগ্রাম কলেজ।

পূর্ববর্তী নিবন্ধসুবোধ ঘোষ : কালজয়ী কথাশিল্পী
পরবর্তী নিবন্ধআল্লাহ আমাদের হেদায়েত করুন