ধোঁয়ায় শ্বাসরুদ্ধ শিশুর মৃত্যু, দুজন দগ্ধ

ডাবুয়ায় ১২ ঘণ্টার ব্যবধানে আবার আগুন

রাউজান প্রতিনিধি | সোমবার , ১০ মার্চ, ২০২৫ at ৫:৫০ পূর্বাহ্ণ

রাউজানের ডাবুয়ায় ১২ ঘণ্টার ব্যবধানে আরেকটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে মোহাম্মদ ফয়সাল নামে এক শিক্ষার্থী মারা গেছে। এই ঘটনায় অগ্নিদগ্ধ হয়েছেন আরো দুজন। গত শনিবার গভীর রাতে এ দুর্ঘটনাটি ঘটে পশ্চিম ডাবুয়ায়। এর আগের দিন অগ্নিকাণ্ডে ৭ বসতঘর পুড়ে গিয়েছিল। পুড়ে গিয়েছিল ৪টি গরু। স্থানীয়রা জানিয়েছেন, শনিবার গভীর রাতে সর্বশেষ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে পশ্চিম ডাবুয়া গ্রামের গণি চৌধুরীর বাড়িতে। অগ্নিকাণ্ডে শ্বাসরুদ্ধ হয়ে মারা যাওয়া শিক্ষার্থী ফয়সাল ওই গ্রামের প্রবাসী আবদুল কাদেরের ছেলে। সে পৌর সদরের সালামত উল্লাহ উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণির ছাত্র।

পাড়ার লোকজন বলেছেন, গভীর রাতে পাড়ার মোহাম্মদ মুছার ঘরে আগুনের সূত্রপাত হয়। এই ঘরের সাথে ছিল প্রবাসী আবদুল কাদেরের দ্বিতল পাকাঘর। আগুন ছড়িয়ে পড়লে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় গোটা এলাকা। ওই সময় নিজেদের ঘরের দ্বিতীয় তলায় ঘুমাচ্ছিল শিশু ফয়সাল। অগ্নিকাণ্ডের খবরে পরিবারের সবাই বের হওয়ার সময় ঘুমন্ত ফয়সলকে নামাতে গিয়ে ওর চাচা হাবিব উল্লাহ ও দাদি শাহানু বেগম অগ্নিদগ্ধ হন। শিশুটি ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে অচেতন হয়ে পড়ে। তাকে ও আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ফয়সালকে মৃত ঘোষণা করেন। আগুনে পুড়ে যায় মুছা, মোহাম্মদ ইউসূফ ও মো. ইদ্রিসের ঘর।

রাউজান ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা শামসুল আলম বলেন, শনিবার রাত দেড়টায় আগুনের সূত্রপাত হয়। রাউজান ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন পাশের পাকা ভবনের ভিতর ছড়িয়ে পড়ে সেখানেও ক্ষতি হয়। এক শিশু ধোঁয়ায় দম বন্ধ হয়ে মারা গেছে।

এদিকে ছেলের মৃত্যুর সংবাদ পেয়ে গতকাল রোববার দেশে আসেন কাদের। পুত্র শোকে পিতার আজাহারিতে এলাকাবাসী শোকগ্রস্ত হন।

পূর্ববর্তী নিবন্ধজামাতার লাঠির আঘাতে শাশুড়ির মৃত্যু
পরবর্তী নিবন্ধকিশোরীকে ধর্ষণ : বান্দরবানে ৪ যুবকের যাবজ্জীবন