মুরাদপুরে ম্যাক্সিমা চালকদের সড়ক অবরোধ, যানজট

মামলা দেওয়ার অভিযোগ

আজাদী প্রতিবেদন | রবিবার , ৯ মার্চ, ২০২৫ at ১০:২৭ পূর্বাহ্ণ

ম্যাক্সিমার বিরুদ্ধে মামলা দেওয়ার অভিযোগ এবং এর প্রতিবাদে নগরীর মুরাদপুরে সড়ক অবরোধ করেছেন চালকরা। গতকাল শনিবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় সড়ক এক ঘণ্টা বন্ধ থাকে। এতে করে মুরাদপুরসহ আশেপাশের এলাকায় যানজট হয়। আটকা পড়ে বাস, ট্রাকসহ শত শত যানবাহন। মুরাদপুর থেকে বহদ্দারহাট, রাহাত্তারপুল, কালামিয়া বাজার ও নতুন ব্রিজগামী যাত্রীরা ভোগান্তির শিকার হন। এছাড়া মুরাদপুর থেকে দুই নম্বর গেট, অঙিজেন রোড, এমনকি পাঁচলাইশ থানা মোড় হয়ে চকবাজারগামী যাত্রীরাও ভোগান্তিতে পড়েন। সরেজমিনে দেখা যায়, মুরাদপুর মোড়ে জড়ো হয়ে সড়কে বসে পড়েন ম্যাক্সিমার চালকরা। তারা ট্রাফিক পুলিশের বিরুদ্ধে স্লোগান দেন। বিশেষ করে মামলা বাণিজ্যসহ সড়কে ট্রাফিক পুলিশের নানা অনিয়মের বিরুদ্ধে স্লোগান দিতে দেখা যায় চালকদের।

অবরোধের একপর্যায়ে চালকরা বক্তব্য দেন। তারা বলেন, মামলা দেওয়ার কোনো সুযোগ নেই। এরপরও আমাদের বিরুদ্ধে মামলা দেওয়া হেচ্েছ। বিনা কারণে প্রতিনিয়ত এটি করা হচ্ছে। আগের চেয়ে এখন অনেক বেশি টাকা নেওয়া হচ্ছে। ৫০০ টাকার মামলা এখন ৬ হাজার টাকা করা হয়েছে। চালকরা বলেন, ১৫ বছর আগে ৫০০ টাকা, ১ হাজার টাকার ওপর মামলা ছিল না। এখন ৫ হাজার টাকা থেকে ১০ হাজার টাকা; এমনকি ১৫ হাজার টাকার মামলাও দেওয়া হচ্ছে। এটা তো অন্যায়। অথচ আমরা খেটে খাওয়া মানুষ। ট্রাফিক পুলিশ কর্তৃক এমন মামলা থেকে বাঁচতে চাই।

ঘণ্টাখানেক পর চালকরা অবরোধ তুলে নেন। এরপর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

পূর্ববর্তী নিবন্ধআবদুল্লাহ আল নোমান আমৃত্যু মানুষের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করেছেন
পরবর্তী নিবন্ধনিষিদ্ধ হিযবুত তাহরীরের ৩৬ সদস্য গ্রেপ্তার