নগরীর বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের আরো ৪০ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন মো. নাইম, মো. ফারুক, মেহেদী হাসান দিপু, সাইফুল ইসলাম, মো. রুবেল, ইমন উদ্দীন, মো. ইয়াছিন আরাফাত, মো. সাগর হোসেন, মো. তাজুল ইসলাম, এম এ কাশেম, মো. ফরহাদুর রহমান, কাজী আব্দুল কাদের প্রকাশ চেইন কাদের, মো. জাহেদ, ইয়াসমিন আক্তার রিমি, মো. আজাদ, মো. রাজু, মো. সোহেল রানা প্রকাশ গুন্না, মো. শাকিল, মো. ইমরান, মো. মেহেদী হাসান, মো. শান্ত, নুর মোহাম্মদ রাব্বী, ইয়াছিন আরাফাত, মো. গিয়াস উদ্দিন, মো. নাজিম, মো. টিপু, মো. ফারুক, মো. সবুজ আহাম্মদ, মো. সোহেল, মো. হৃদয়, মো. হাসান, মো. সবুজ আহাম্মদ, মো. সোহেল, মো. ফয়সাল, মো. বেলাল হোসেন প্রকাশ সোহেল, মো. শহীদ, মো. কামরুল হাসান প্রকাশ ওশান, মো. ইমরান হোসেন, সুজেল মিয়া প্রকাশ জুবায়ের ও মো. সিফাত।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ–সিএমপি এক বিজ্ঞপ্তিতে জানায়, নগরীতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি, পরিকল্পনার অভিযোগে এ ৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র–জনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইন, সন্ত্রাসবিরোধী আইন ও পেনাল কোড আইনে এক বা একাধিক মামলা রয়েছে।