নগরীর ৪ বাজারে অভিযান, ১২ প্রতিষ্ঠানকে জরিমানা

পণ্যের মোড়ক ও মূল্যতালিকায় সমস্যা

আজাদী প্রতিবেদন | রবিবার , ৯ মার্চ, ২০২৫ at ১০:২৪ পূর্বাহ্ণ

মূল্যতালিকা হালনাগাদ না থাকা ও পণ্যের মোড়ক ঠিকমতো না থাকার দায়ে নগরীর ঝাউতলা বাজার, পাহাড়তলী বাজার, চকবাজার ও চান্দগাঁওয়ের কামাল বাজারে ১২টি প্রতিষ্ঠানকে ৩৭ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন। গতকাল শনিবার বিভিন্ন সময়ে পৃথক তিনটি অভিযান চালিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে উক্ত প্রতিষ্ঠানগুলোকে এ জরিমানা করা হয়।

জেলা প্রশাসন সূত্র জানায়, ঝাউতলা বাজার ও পাহাড়তলী বাজারে অভিযান চালিয়েছেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীদ ইশরাক, সাদমান সহিদ ও মো. আসিফ জাহান সিকদার। অভিযানে সয়াবিন তেল, খেজুর, ডিম, ফলমূলসহ বিভিন্ন পণ্যের বাজার পরিদর্শন করা হয়। এ সময় পণ্যের মোড়ক ঠিকমতো না থাকা, মূল্য তালিকা হালনাগাদ না থাকায় কৃষি বিপণন আইন, ২০১৮ ও ভোক্তা অধিকার আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ৭টি প্রতিষ্ঠানকে ৭টি মামলায় মোট ২১ হাজার ৫০০ টাকা টাকা জরিমানা করা হয়। এ সময় কৃষি বিপণন অধিদপ্তরের কর্মকর্তা, সিএমপির একটি টিম অভিযান টিমকে সার্বিক সহযোগিতা প্রদান করেন।

একই দিন চান্দগাঁওয়ের কামাল বাজারে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউছুফ হাসান। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ১টি প্রতিষ্ঠানকে ১টি মামলায় ১ হাজার টাকা জরিমানা করা হয়। চকবাজার কাঁচাবাজারে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আক্তার কণা। এ সময় ৪টি প্রতিষ্ঠানকে ৪টি মামলায় মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

পূর্ববর্তী নিবন্ধশেখ হাসিনাসহ ১৫ জনকে সাক্ষ্য দেওয়ার আহ্বান
পরবর্তী নিবন্ধনারী দিবসে ব্যাংককে গেল ‘অল উইমেন ফ্লাইট’