কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং নৌবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে চারটি আগ্নেয়াস্ত্র ও ৭ রাউন্ড গুলিসহ তিন সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে। অভিযানকালে তাদের হাতে অপহৃত নরসিংদী জেলার এক ব্যক্তিকেও উদ্ধার করা হয়। গত শুক্রবার রাতে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বালুখালীতে পুলিশ ও নৌবাহিনীর এই যৌথ অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তাররা সবাই টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের বাসিন্দা।
নৌবাহিনী সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশকে সাথে নিয়ে অভিযান চালায় নৌবাহিনীর একটি দল। অভিযানকালে অপহরণ চক্রের মূল হোতা মাদক ও অস্ত্র কারবারি হেলাল উদ্দিনসহ তার দুই সহযোগীকে গ্রেপ্তার করা হয়। হেলালের বাড়ির আশেপাশে তল্লাশি চালিয়ে মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় চারটি আগ্নেয়াস্ত্র ও ৭ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। এসময় তার বাসা থেকে অপহরণের শিকার নরসিংদী জেলার মনোহরদি উপজেলার বাসিন্দা আরেফুল ইসলাম শুভ নামে এক ব্যক্তিকে উদ্ধার করা হয়। অপহৃত এই ব্যক্তি গত ৩ মার্চ নরসিংদী থেকে কাজের সন্ধানে টেকনাফের বাসিন্দা মজিবের নিকট আসে। মজিব তাকে কাজ না দিয়ে হেলাল উদ্দিনের আস্তানায় একটি ঘরে আটকে রাখে। পরে অপহরণ চক্রটি অপহৃত ভিকটিমের পরিবারের নিকট দুই লাখ ৮০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গিয়াস উদ্দিন জানিয়েছেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে ইতোপূর্বে হত্যা, অপহরণ, মাদক, চোরাচালানসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। আটকদের টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।