খাগড়াছড়িতে গৃহপরিচারক শিশুর রহস্যজনক মৃত্যু

খাগড়াছড়ি প্রতিনিধি | রবিবার , ৯ মার্চ, ২০২৫ at ১০:২০ পূর্বাহ্ণ

খাগড়াছড়ি জেলা শহরের অপর্ণা চৌধুরী পাড়ায় এক শিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে। শিশুটির নাম থৈঅং প্রু মার্মা। সে গুইমারা উপজেলার দেওয়ানপাড়ার থঅংগ্য মার্মার ছেলে। গতকাল শনিবার রাতে অপর্ণা চৌধুরী পাড়ার মাসিনু মার্মার বাড়ি থেকে তার মরদেহটি উদ্ধার করে পুলিশ। থৈঅং ঐ বাড়িতে গৃহপরিচারক হিসেবে কর্মরত ছিল।

জানা যায়, বাড়ির মালিক মাসিনু মার্মা শনিবার বেলা সাড়ে ১১টার পর গৃহপরিচারক থৈঅং প্রু কে রেখে বাইরে যান। ঘণ্টা খানেক পর ফিরে এসে গেইট খোলার জন্য ডাকাডাকি করে সাড়া না পেয়ে প্রতিবেশীদের সাথে নিয়ে গেইট খুলেন। এ সময় বাড়ির উঠানে বালুর স্তূপে তার নিথর দেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে রাতে পুলিশ মরদেহ উদ্ধার করে।

খাগড়াছড়ি সদর থানার ওসি আব্দুল বাতেন মৃধা বলেন, আমরা শিশুটির মৃত্যু রহস্য উন্মোচনের চেষ্টা করছি। অভিভাবকদের সাথে কথা বলেছি, তারাও বিশেষ কিছু জানাতে পারেনি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধআগুনে পুড়ল ২৫ বসতঘর দোকান, অঙ্গার চার গরু
পরবর্তী নিবন্ধ১৪ মার্চ পূর্ণ চন্দ্রগ্রহণ দেখা যাবে না বাংলাদেশ থেকে