উখিয়ায় গোলাগুলিতে রোহিঙ্গা যুবক নিহত

কক্সবাজার প্রতিনিধি | রবিবার , ৯ মার্চ, ২০২৫ at ৫:৫৫ পূর্বাহ্ণ

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে দু’গ্রুপের মধ্যে গোলাগুলিতে মোহাম্মদ রফিক (৩৩) নামের এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে ক্যাম্প৮ ডব্লিউ ও ক্যাম্পএ এই ঘটনা ঘটে। নিহত রোহিঙ্গা ক্যাম্প৮ই, ব্লকবি/২১ এর বাসিন্দা শামসুল আলমের পুত্র।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আরিফ হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয় রোহিঙ্গাদের বরাত দিয়ে ওসি জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সশস্ত্র রোহিঙ্গা সংগঠন এআরএ এবং আরএসওর সদস্যরা গোলাগুলিতে লিপ্ত হয়। এসময় সন্ত্রাসীদের ছোড়া গুলিতে সাধারণ রোহিঙ্গা নাগরিক মোহাম্মদ রফিক গুলিবিদ্ধ হন। তাকে দ্রুত উদ্ধার করে ক্যাম্প৯ এর আইওএম হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনার পর রাতেই ঘটনাস্থলে গেছে বলে জানান ওসি।

পূর্ববর্তী নিবন্ধএক জাঙ্গালিয়ায় কেন এত দুর্ঘটনা
পরবর্তী নিবন্ধধর্ষণের শাস্তির দাবিতে নগরে গণস্বাক্ষর কর্মসূচি