পার্বত্য জেলার বান্দরবানের লামা উপজেলার সরই ও আজিজনগর ইউনিয়ন এলাকায় উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) রুপায়ন দেব এর নেতৃত্বে, কেয়াজু পাড়া পুলিশ ফাঁড়ি ও আজিজনগর পুলিশ ক্যাম্পের পুলিশের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করে (০৮ লা মার্চ) সাড়ে ১১টায়।
উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন বলেন, সরই ইউনিয়ন আমতলী, জোড়মনি পাড়ায় ৬টি পয়েন্টে প্রায় ২ লাখ ঘনফুট বালি জব্দ করে।
অবৈধ বালুর স্তুপ মালিক বিহীন পাইয়া জব্দ করে ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ হোসেন এর নিকট জিম্মায় প্রদান করি। পরবর্তীতে অবৈধ বালুর স্তুপের মালিক পাওয়া না গেলে বিধি মোতাবেক নিলামে প্রক্রিয়া চলমান আছে।
আজিজ নগর ইউনিয়নে পূর্বচাম্বি এলাকায় মালিক বিহীন অবৈধভাবে ১,৫০,০০০ ঘনফুট বালু উত্তোলন করিয়া স্তুপ করে রাখে বালু গুলোকে জব্দ করিয়ে প্রকাশ্যে নিলামে ডাক দিয়ে সর্বোচ্চ দরে ডাক দাতা জনৈক মো. আবুল হোসেন (৪০) পিতা- জয়নাল আবেদীন’কে ৩ লক্ষ ৬২ হাজার ৫শত টাকা নিলামে দেওয়া হয় বলে জানান।