আইসিসি ফেব্রুয়ারির সেরার লড়াইয়ে শুভমান গিল, স্টিভেন স্মিথ ও গ্লেন ফিলিপস

স্পোর্টস ডেস্ক | শনিবার , ৮ মার্চ, ২০২৫ at ১১:৩৩ পূর্বাহ্ণ

গত মাসে ব্যাট হাতে চোখধাঁধানো পারফরম্যান্স শুবমান গিলকে এনে দিতে পারে দারুণ এক স্বীকৃতি। ‘আইসিসি প্লেয়ার অব দ্যা মান্থ’ এর সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন ভারতের এই টপ অর্ডার ব্যাটসম্যান। ফেব্রুয়ারির সেরার লড়াইয়ে তার সঙ্গী অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ ও নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপস। গত মাসের সেরার লড়াইয়ে মনোনীত পুরুষ ও নারী ক্রিকেটারদের নাম গতকাল শুক্রবার প্রকাশ করে আইসিসি। মেয়েদের সংক্ষিপ্ত তালিকায় আছেন অস্ট্রেলিয়ার অ্যালানা কিং, অ্যানাবেল সাদারল্যান্ড ও থাইল্যান্ডের থিপাতচা পুথাওং। গত মাসে পাঁচটি ওয়ানডে খেলে গিল করেন ৪০৬ রান। গড় ১০১.৫০ আর স্ট্রাইক রেট ৯৪.১৯। দেশের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে তিন ম্যাচে তার ব্যাট থেকে আসে ৮৭, ৬০ ও ১১২ রানের ইনিংস। সেই ফর্ম চ্যাম্পিয়ন্স ট্রফিতে বয়ে নিয়ে দুবাইয়ে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে রান তাড়ায় ১০১ রানের ম্যাচ জয়ী ইনিংস খেলেন তিনি। পরের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে করেন গুরুত্বপূর্ণ ৪৬ রান। শ্রীলঙ্কাকে তাদের মাটিতেই হোয়াইটওয়াশ করা টেস্ট সিরিজে অস্ট্রেলিয়াকে সামনে থেকে নেতৃত্ব দেন স্মিথ। দুই ম্যাচে ১৪১ ও ১৩১ রানের ইনিংস খেলেন তিনি। জেতেন সিরিজসেরার পুরস্কার।

লঙ্কানদের বিপক্ষে ওয়ানডে সিরিজে দুই ম্যাচে ১২ ও ২৯ রানের বেশি তিনি করতে পারেননি। পরে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ডের বিপক্ষে ৫ রানের পর আফগানিস্তানের বিপক্ষে অপরাজিত থাকেন ১৯ রানে। ভারতের বিপক্ষে সেমিফাইনালে হারের পরদিন ওয়ানডে থেকে অবসরের ঘোষণা দেন স্মিথ। ফেব্রুয়ারিতে পাঁচটি ওয়ানডে খেলে ১২৪.২১ স্ট্রাইক রেটে ফিলিপস রান করেন ২৩৬। এছাড়া হাত ঘুরিয়ে উইকেট নেন ২টি। পাকিস্তানে নিউজিল্যান্ডের ত্রিদেশীয় সিরিজ জয়ে তার ছিল বড় অবদান। প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৭৪ বলে অপরাজিত ১০৬ রানের ইনিংস খেলে তিনি হন ‘ম্যান অব দ্যা ম্যাচ।’ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অপরাজিত ২৮ ও ফাইনালে পাকিস্তানের বিপক্ষে করেন অপরাজিত ২০ রান। পরে পাকিস্তানের বিপক্ষেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে করেন ৩৯ বলে ৬১। ওই ম্যাচে দুর্দান্ত একটি ক্যাচ নেন তিনি। বাংলাদেশের বিপক্ষে করেন অপরাজিত ২১ রান।

পূর্ববর্তী নিবন্ধইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৪ জাতীয় ক্রিকেট সেমিফাইনালে চট্টগ্রাম বিভাগীয় দল
পরবর্তী নিবন্ধসুনিল ছেত্রী ফেরায় আরও রোমাঞ্চকর ম্যাচ আশা করছেন বাংলাদেশ কোচ কাবরেরা