শিক্ষার্থীদের বিতর্ক চর্চায় উৎসাহিত করা উচিত

দৃষ্টির স্কুল অফ ডিবেটের উদ্বোধনী অনুষ্ঠান

| শনিবার , ৮ মার্চ, ২০২৫ at ১১:২৭ পূর্বাহ্ণ

দৃষ্টি চট্টগ্রামের স্কুল অফ ডিবেট ৩২ তম ব্যাচের উদ্বোধনী অনুষ্ঠান গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়। এতে অতিথি ছিলেন চবি জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি বিভাগের প্রফেসর ড. আদনান মান্নান। দৃষ্টির সভাপতি সাইফ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিক্ষাবিদ বৃজেট ডায়েস, দৃষ্টির সহসভাপতি শহিদুল ইসলাম, ব্যাংকার মুজিবুর রহমান মনি, সহ সভাপতি সাবের শাহ ও সদস্য ইতু দত্ত, জবলুর রহমত জবলী ও জিহান মাহাজাবিন। শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে তিন মাসব্যাপী স্কুল অফ ডিবেটের উদ্বোধনী অনুষ্ঠানে সঞ্চালনা করেন দৃষ্টির সাংগঠনিক সম্পাদক ও কোর্স সমন্বয়কারী মুন্না মজুমদার। শিক্ষার্থীদের উদ্দেশে প্রফেসর ড. আদনান মান্নান বলেন, বিতর্ক শিক্ষাজীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ যা শিক্ষার্থীদের যুক্তিবোধ, বক্তৃতা দক্ষতা ও সমালোচনামূলক চিন্তাধারা গঠনে সহায়তা করে। এটি শুধু শিক্ষাক্ষেত্রে নয়, ভবিষ্যৎ কর্মজীবনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই শিক্ষার্থীদের বিতর্ক চর্চায় উৎসাহিত করা উচিত। দৃষ্টির সভাপতি সাইফ চৌধুরী বলেন, বিতর্ক শুধু বুদ্ধিবৃত্তিক চর্চা নয়। এটি মানবাধিকার ও মূল্যবোধ সম্পর্কে বাস্তব শিক্ষা দেয়। সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা, মত প্রকাশের স্বাধীনতা রক্ষা এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ বাড়ানোর জন্য বিতর্ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিক্ষাবিদ বৃজেট ডায়েস বলেন, মানবাধিকার, মূল্যবোধ ও শিক্ষার সাথে বিতর্কের গভীর সম্পর্ক রয়েছে। বিতর্ক এক ধরনের শিক্ষা পদ্ধতি, যা মানুষের নৈতিক মূল্যবোধ ও অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করে। দৃষ্টির ৩২ তম স্কুল অফ ডিবেট এ প্রথম অধিবেশনে ক্লাস পরিচালনা করেন সাবের শাহ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৩
পরবর্তী নিবন্ধরাউজানে দি বুড্ডিস্ট কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের রজত জয়ন্তী