রাঙ্গুনিয়ায় অস্ত্রের মুখে বনকর্মীদের জিম্মি

২০ লাখ টাকার সেগুন গাছ লুট

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শনিবার , ৮ মার্চ, ২০২৫ at ১০:৪৬ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ায় বনকর্মীদের অস্ত্রের মুখে সাড়ে পাঁচ ঘন্টা জিম্মি করে প্রায় শতবর্ষী ২৪টি সেগুন গাছ কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। যার আনুমানিক বাজারমূল্য ২০ লাখ টাকার উপরে। গত বৃহস্পতিবার দিনগত রাতে উপজেলার হোসনাবাদ ইউনিয়নের নিশ্চিন্তাপুর এলাকা সংলগ্ন কোদালা বিটে এ ঘটনা ঘটে।

কোদালা বিট কর্মকর্তা খোন্দকার মাহবুব জানান, বৃহস্পতিবার রাত ১২টার দিকে টহল শেষে চন্দ্রঘোনা এভিয়ারী পার্কের সামনে ছয়জন বনকর্মী নিয়ে অবস্থান করছিলেন তিনি। এসময় হঠাৎ দুই রাউন্ড গুলির শব্দ শুনে সবাইকে নিয়ে পার্কের ভেতরে প্রবেশ করেন তিনি। সাথে সাথেই ৪০৫০ জন মুখোশধারী দুর্বৃত্ত আগ্নেয়াস্ত্র ও ধারালো দেশীয় অস্ত্র হাতে পার্ক ঘিরে ফেলে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে মোবাইল ফোন কেড়ে নিয়ে বন্ধ করে দেয়। এসময় ১০ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে আতংক ছড়িয়ে দেয়। এরপর বিট সংলগ্ন বিভিন্ন জায়গা থেকে প্রায় ২৪টি সেগুন গাছ কেটে নিয়ে যায়। রাত সাড়ে ১২টা থেকে ভোর ৫টা পর্যন্ত কয়েকটি গ্রুপে বিভক্ত হয়ে তারা অত্যাধুনিক কাটার দিয়ে গাছগুলো কাটে। এরপর তাদের সাথে আনা গাড়িতে করে এসব নিয়ে যায়। দুর্বৃত্তরা বনকর্মীদের গায়েও হাত তোলে বলে অভিযোগ করেন তিনি।

রাঙ্গুনিয়া উপজেলা রেঞ্জ কর্মকর্তা মেহেদী হাসান মানিক জানান, দেশের পট পরিবর্তনের পর থেকে ইতিপূর্বে একাধিকবার এই ধরনের ঘটনা ঘটেছে। গাছগুলো ১৯৫২ সালে লাগানো প্রায় শতবর্ষী গাছ। এই ধরনের পুরাতন গাছ খুবই বিরল এবং দেশের জন্য মূল্যবান সম্পদ। এভাবে চলতে থাকলে এই সম্পদ রক্ষা করা কঠিন হয়ে যাবে। তার উপর বনকর্মীরাও আতংকিত। এ ব্যাপারে রাঙ্গুনিয়া মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। এছাড়া একটি বন আদালতে মামলার প্রস্তুতি চলছে। রাঙ্গুনিয়া থানার পরিদর্শক (তদন্ত) সুজন হাওলাদার জানান, এ বিষয়ে জিডি নেওয়া হয়েছে এবং জড়িতদের চিহ্নিত করাসহ আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধরমজানে ওয়েল পার্কে এরাবিক ইফতার-ডিনার
পরবর্তী নিবন্ধব্যবহৃত প্লাস্টিক ও পলিথিন জমা দিলে মিলবে পেঁয়াজ ডিমসহ নিত্যপণ্য