চান্দগাঁও থানার অভিযানে অস্ত্রসহ ২ ছিনতাইকারী গ্রেফতার

| শুক্রবার , ৭ মার্চ, ২০২৫ at ১২:০০ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর চান্দগাঁওয়ে দেশীয় অস্ত্রসহ ছিনতাইকারী চক্রের ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (০৬ মার্চ) রাত সাড়ে এগারোটার দিকে চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট বদ্দার বাড়ি পুকুরপাড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আফতাব উদ্দিন।

গ্রেপ্তারকৃতরা হলেন – কুষ্টিয়া জেলার বর্তমানে বাহির সিগন্যাল এলাকায় বসবাসরত মনিরুল ইসলামের ছেলে মো: সবুজ আহাম্মদ (২২) এবং তার সহযোগী কক্সবাজারের বর্তমানে চান্দগাঁও সিএন্ডবি, টেকবাজার এলাকায় বসবাসরত আবদুল মান্নানের ছেলে মোঃ সোহেল (২২)।

এসময় তাদের কাছ থেকে ১টি কাঠের বাটযুক্ত চাকু আরেকটি স্টিলের চাপাতি উদ্ধার করা হয়। চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আফতাব উদ্দিন বলেন, দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়ি কৃষি জমির মাটি বিক্রি করায় ২ জনকে কারাদণ্ড
পরবর্তী নিবন্ধকক্সবাজারে বন্যহাতির আক্রমণে প্রাণ গেল নারীর