পোর্ট সিটি ইউনিভার্সিটিতে টেক্সটাইল ইন্সপেকশন এবং টেস্টিং কর্মশালা

| শুক্রবার , ৭ মার্চ, ২০২৫ at ১০:৫৩ পূর্বাহ্ণ

পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (পিসিআইইউ) পোশাক শিল্পে তৃতীয় পক্ষ যাচাইবাছাই বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং আইকিউএসির যৌথ উদ্যোগে এসজিএস বাংলাদেশ চট্টগ্রাম শাখার সমন্বয়ে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. নূরল আনোয়ার এবং বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন ও আইকিউএসির পরিচালক প্রফেসর ড. ইঞ্জি. মফজল আহমেদ, মূখ্য আলোচক ছিলেন নুরুল আলম মল্লিক এবং জীবন দেবনাথ।

আলোচনায় বক্তারা পোশাক শিল্পে ইন্স্পেকশন প্রক্রিয়া ও ল্যাব টেস্টিং সম্পর্কে সেশন পরিচালনা করেন। সেশন শেষে ছাত্রছাত্রীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হয়। সেশন শেষে আলোচকদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়। ওয়ার্কশপ শেষে বিভাগীয় ছাত্রছাত্রীরা তাদের সিভি জমা দেন। এসজিএস কর্মকর্তারা ভবিষ্যতে টেক্সটাইল বিভাগের সাথে ইন্টার্নশিপ, চাকরি ও অন্যান্য বিষয়ে সহায়তা করার আশ্বাস প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন সিএন্ডপি ল্যাবরেটরির পরিচালক আবদুল হালিম, এডমিনের উপপরিচালক মোহাম্মদ ইসরাফিল, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. গণেশ চন্দ্র রায়, কলা ও আইন অনুষদের ডিন প্রফেসর মাইনুল হাসান চৌধুরীসহ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। টেক্সটাইল বিভাগের সভাপতি জুবায়ের বিন সায়েদের সভাপতিত্বে ওয়ার্কশপের সার্বিক সহযোগিতায় ছিলেন পিসিআইইউ টেক্সটাইল ক্লাব। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধখালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
পরবর্তী নিবন্ধচবিতে আইকিউএসি’র সেমিনার