চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) যুগান্তকারী চিন্তা ও উদ্যোক্তা হওয়ার কৌশল নিয়ে ‘জেনারেটিং গ্রাউন্ডব্রেকিং আইডিয়াস– হোয়াই হিস্টোরি ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান এভার’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় চবির ব্যবসায় প্রশাসন অনুষদ অডিটোরিয়ামে এ সেমিনার অনুষ্ঠিত হয়। চবি ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এবং অফিস ফর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের যৌথ আয়োজন ও বিশ্ববিদ্যালয় রিসার্চ ও ইনোভেশন হাবের সহযোগিতায় সেমিনারে প্রধান অতিথি ছিলেন চবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। এতে বিশেষ অতিথি ছিলেন চবি উপ–উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান ও উপ–উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন।
সেমিনারের মূল আলোচক ছিলেন, এমআইটি মিডিয়া ল্যাবের সাবেক গবেষক এবং ইউনিভার্সাল মেশিন ইনকর্পোরেটেডের প্রতিষ্ঠাতা, গবেষক ও প্রযুক্তি উদ্যোক্তা ড. নাজমুস সাকিব। চবি আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ মোশাররফ হোসেনের সভাপতিত্বে সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন চবি অফিস অফ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর মোহাম্মদ শাহাব উদ্দিন। সেমিনারে টেকনিক্যাল সেশন পরিচালনা করেন চবি আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ মোসলেম উদ্দিন।
চবি উপাচার্য তার ভাষণে সেমিনারে উপস্থিত সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। বিশেষ করে সেমিনারের বক্তা ড. নাজমুস সাকিবকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানান। তিনি বলেন, পৃথিবীর বড় বড় স্কলারদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমন্ত্রণ জানানোর মাধ্যমে তাদের জ্ঞানগর্ভ বক্তব্য ও অভিজ্ঞতা শেয়ারের ফলে এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা নিজেদের জ্ঞানকে সমৃদ্ধ করার সুযোগ পাচ্ছেন। একইসাথে ইতিহাস ও উদ্ভাবনী চিন্তাধারার মধ্যে সম্পর্ক নিয়ে ভাবতে সেমিনারটি চবি শিক্ষার্থী, গবেষক এবং অনুষদের সদস্যদের জন্য একটি অনন্য সুযোগ বলে উপাচার্য মন্তব্য করেন। সেমিনারে চবি আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ মোশাররফ হোসেন সেমিনারের মূল আলোচক ও প্রযুক্তি উদ্যোক্তা ড. নাজমুস সাকিবকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।
টেকনিক্যাল সেশন শেষে ভলান্টিয়ারদের সনদ প্রদান করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয় রিসার্চ ও ইনোভেশন হাবের ম্যানেজার সাকিব আহমেদ। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।












