বোয়ালখালীতে খাল দখল করে স্থাপনা নির্মাণ, জরিমানা

বোয়ালখালী প্রতিনিধি | শুক্রবার , ৭ মার্চ, ২০২৫ at ১০:৫০ পূর্বাহ্ণ

বোয়ালখালীতে খাল দখল করে স্থাপনা নির্মাণ করায় মোহাম্মদ ইউনুচ (৭৮) নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। গতকাল বৃহস্পতিবার উপজেলার কধুরখীল শরীফ পাড়া চৌধুরী হাট সংলগ্ন সৈয়দ খালের সংযোগ খাল অবৈধভাবে দখল করে স্থাপনা নির্মাণ করায় এ জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রহমত উল্লাহ। এ সময় সাথে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, অবৈধভাবে খাল দখল করে স্থাপনা নির্মাণ করছে। সরেজমিনে গিয়ে তার সত্যতা পাওয়া গেলে কাজ বন্ধ করে দেওয়া হয় এবং ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধপোশাক নিয়ে ঢাবি ছাত্রীকে হেনস্তা, গ্রেপ্তার যুবকের জামিন
পরবর্তী নিবন্ধচীন সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা