ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিককে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার বড় ধরনের স্ট্রোক করার পর তাকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। অবস্থার আরও অবনতি ঘটতে থাকলে তাকে লাইফে নেওয়া হয় বলে জানান চিকিৎসকরা।
রাতে হাসপাতালের জরুরি বিভাগের এক চিকিৎসক বলেন, আমরা যতটুকু জেনেছি, উনার একটা হেমোরেজিক স্ট্রোক হয়েছে। উনার জিপিএস অনেক কমে গিয়েছিল। এজন্য উনাকে ইনটিউবেশন করা হয়েছে। ওই চিকিৎসক বলেন, এটাতে আস্তে আস্তে উন্নতি ঘটে। তিনি মাত্রই ভর্তি হয়েছেন, উন্নতি কতটা হলো, তা জানতে ৪৮ থেকে ৭২ ঘণ্টা সময় দিতে হবে। খবর বিডিনিউজের।
পরিবার সূত্রে জানা যায়, উনি ইফতার কিনতে ঢাকা ক্লাবে গিয়েছিলেন। বেজমেন্টে আরেকজনের সঙ্গে কথা বলতে বলতে হাঁটছিলেন, হঠাৎ অসুস্থ হয়ে মেঝেতে পড়ে যান। মাথায় ব্যথা পান। সঙ্গে সঙ্গে উনাকে হাসপাতালে নিয়ে আসি। প্রাথমিক পরীক্ষার পর ডাক্তাররা জানিয়েছেন তিনি স্ট্রোক করেছেন। হাসপাতালটির নিউরো সায়েন্স ইউনিটে ভর্তি আছেন ৭২ বছর বয়সী আরেফিন সিদ্দিক।
ডায়েবেটিক সমিতির প্রেসিডেন্ট অধ্যাপক এ কে আজাদ বলেন, আমি লাস্ট কথা বলে জেনেছি, তার একটা বড় স্ট্রোক হয়েছে। তার অবস্থা গুরুতর।