কমেডি, সাসপেন্স এবং থ্রিলারের মিশেলে নির্মাতা রাইসুল ইসলাম অনিক তৈরি করছেন ‘আমাকে বিশ্বাস করেন ভাই’। কালো টাকার গল্প দেখা যাবে সিনেমাজুড়ে। চলতি বছরের কোরবানির ঈদে সিনেমাটির মুক্তির পরিকল্পনা রেখে চলতি বছরের ফেব্রুয়ারিতে এর শুটিং হয়েছে। ‘আমাকে বিশ্বাস করেন ভাই’ সিনেমায় জুটি বেঁধেছেন উজ্জ্বল কবির হিমু ও সায়রা আক্তার জাহান। খবর বিডিনিউজের।
পরিচালক অনিক গ্লিটজকে বলেন, কালো টাকার উপর ভিত্তি করে এগিয়েছে সিনেমার গল্প। বস্তি থেকে সমাজের উঁচু স্তর পর্যন্ত কালো টাকা কীভাবে লেনদেন হয় সেই গল্প দেখা যাবে সিনেমায়।
সিনেমার প্রতিটি দৃশ্য নিখুঁতভাবে ধারণের পরিকল্পনা নেওয়ার কথা তুলে ধরে অনিক বলেছেন মাত্র ১০০টি দৃশ্যে নেওয়া হবে। যা একটি অভিনব উদ্যোগ। নির্মাণশৈলী ও চিত্রনাট্য দর্শকদের মুগ্ধ করবে বলে প্রত্যাশা রেখেছেন অনিক।
‘আমাকে বিশ্বাস করেন ভাই’ সিনেমা চিত্রনাট্য যৌথভাবে লিখেছেন রাইসুল ইসলাম অনিক ও নিজাম ইউ খান। এতে আরও অভিনয় করেছেন সাইফ খান, রফিকুল কাদের রুবেল, মৌরি মাহাদী, আফিফ খান, মইনুদ্দিন মুন্সি, রূপম ঝুমুরিয়া, প্রিন্স এ. আর, প্লাবন আহমেদ। নির্মাতা অনিকের তৃতীয় সিনেমা এটি। মুক্তির অপেক্ষায় রয়েছে তার ‘চারুলতা’ সিনেমা। এর আগে ২০২৩ সালে মুক্তি পেয়েছিল অনিকের ‘ইতি চিত্রা’।