মুশফিকের বিদায়ে আবেগ-সম্মান-ভালোবাসা টেস্টে সেঞ্চুরির প্রত্যাশা সতীর্থদের

ক্রীড়া প্রতিবেদক | শুক্রবার , ৭ মার্চ, ২০২৫ at ১০:৩৮ পূর্বাহ্ণ

আড়াই বছর আগে সামাজিক মাধ্যমে বার্তায় আন্তর্জাতিক টিটোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন মুশফিকুর রহিম। এবার ওয়ানডে থেকে বিদায়ের সিদ্ধান্তটাও একইভাবে জানিয়েছেন অভিজ্ঞ কিপারব্যাটসম্যান। তার বিদায়ে দীর্ঘদিনের সতীর্থরা সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন নিজেদের অনুভূতি, শুভকামনা জানিয়েছেন সামনের দিনের জন্য। প্রায় ১৯ বছরের ক্যারিয়ারে মাশরাফি বিন মুর্তজার অধিনায়কত্বে সর্বোচ্চ ৮২টি ওয়ানডে খেলেছেন মুশফিক। এর আগেপরে লম্বাসময় একসঙ্গে মাঠ মাতিয়েছেন দুজন। সামাজিক মাধ্যমে দেওয়া বার্তায় মাশরাফি লিখেছেন, ওয়ানডে ক্রিকেট থেকে মুশফিকের বিদায়বেলায় তার মনে ভেসে উঠছে দীর্ঘ দিন একসঙ্গে খেলার নানান স্মৃতি। তোমার বিদায়ের ঘোষণায় এক লহমায় অনেক কিছু ভেসে উঠল চোখে। এত বছরের একসঙ্গে পথচলা, মাঠের ভেতরেবাইরে কতশত স্মৃতি। ওয়ানডেতে তোমার রেকর্ডই তোমার হয়ে স্বাক্ষ্য দেবে অনেক কিছুর। তোমার ব্যাটের দ্যুতিতে কত আলোর দিন এসেছে দেশের ক্রিকেটে। টেস্ট ক্রিকেটে সামনের দিনগুলোতে মুশফিকের জন্য শুভ কামনা জানিয়েছেন ওয়ানডেতে দেশের সবচেয়ে সফল অধিনায়ক।

মুশফিক ও তামিম ইকবালের বন্ধুত্বের চর্চা দেশের ক্রিকেটে হয়ে আসছে অনেক সময়ই। জাতীয় দলে যাত্রা শুরুর অনেক আগেই বয়সভিত্তিক পর্যায় থেকে একসঙ্গে পথচলা শুরু দুজনের। মাঠ ও মাঠের বাইরে প্রায় দুই যুগের সম্পর্কে মুশফিকের এক সংস্করণ থেকে বিদায়ে তামিমও আবেগপ্রবণ হয়ে গেছেন। শুধু লিখিত বার্তায় যেন তিনি মনের ভাবটা বোঝাতে পারতেন না। তাই প্রিয় বন্ধুর অবসরের ঘোষণা শুনে পূর্ণাঙ্গ এক ভিডিওবার্তা দিয়েছেন তামিম। আজকে আসলে এমন একটা দিন। সাধারণত কেউ যদি কোনো সংস্করণ থেকে অবসর নেয়, সবাই স্ট্যাটাস দেয়, নিজের অনুভূতি বোঝায়। কিন্তু এমন একজন ব্যক্তি আজকে অবসর নিল, যার সঙ্গে আমার ২০২৫ বছরের যাত্রা। একটা স্ট্যাটাসে আমি বোঝতে পারতাম না, তার প্রতি আমার অনুভূতিটা কী বা আমার এখন কেমন অনুভূত হচ্ছে। দীর্ঘ পধচলায় ক্রিকেটার হিসেবে এগিয়ে চলার পথে মুশফিককে খুব কাছ থেকে দেখেছেন তামিম। সেই অভিজ্ঞতা থেকে মুশফিকের পরিশ্রম ও নিবেদনের বাহবা দেন তিনি। মুশফিককে এতটুকুই বলতে চাই, দোস্ত তোর সঙ্গে আমার খেলার শুরু অনূর্ধ্ব১৫ পর্যায় থেকে। আমি তোকে ধাপে ধাপে বেড়ে উঠতে দেখেছি। একজন সাধারণ ব্যাটসম্যান থেকে কীভাবে বাংলাদেশের সেরা ব্যাটসম্যান হয়েছিস, সেটা আমি দেখেছি।

কিংবদন্তিহ্যাশট্যাগ দিয়ে করা পোস্টে মুশফিককে দেশের ক্রিকেটের অমূল্য রত্ন হিসেবে উল্লেখ করেছেন আরেক অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ। প্রিয় মুশফিক, দুর্দান্ত ওয়ানডে ক্যারিয়ারের জন্য অভিনন্দন। দুবাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ভাঙা পাঁজর নিয়ে করা সেই শতক এখনও মনে আছে। খেলাটির প্রতি সম্মান, নিষ্ঠা এবং সর্বোচ্চ পর্যায়ে পারফর্ম করার কঠোর পরিশ্রমের মানসিকতার প্রতিফলন এটি। যা যেকোনো ক্রিকেটারের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। কোনো সন্দেহ নেই, তুমি বাংলাদেশের ক্রিকেটের এক অমূল্য রত্ন। তোমার টেস্ট ক্রিকেটের যাত্রার জন্য শুভকামনা। মুশফিকের ওয়ানডে ক্যারিয়ারে শেষ ম্যাচের অধিনায়ক ছিলেন নাজমুল হোসেন শান্ত। তার বিশ্বাস, বাংলাদেশ ক্রিকেটে মুশফিকের অবদান সবসময় মনে রাখা হবে। আমাদের লাখো মানুষের অনুপ্রেরণা হওয়ার জন্য ধন্যবাদ প্রিয় মুশফিক ভাই। সত্যিকারের টিম ম্যান আপনি। খেলাটির প্রতি আপনার নিবেদন আমাদের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে এবং বাংলাদেশ ক্রিকেটের সামনের প্রজন্মকে অনুপ্রাণিত করবে। বাংলাদেশ ক্রিকেট কখনোই আপনার অবদান ভুলবে না।

জাতীয় দলের পেস বিভাগের নেতা তাসকিন আহমেদের মতে, মুশফিককে ছাড়া ওয়ানডেতে বাংলাদেশ ক্রিকেট কল্পনা করাও কঠিন। একটি যুগের সমাপ্তি। মুশি ভাই, আপনাকে ছাড়া বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট কল্পনা করা কঠিন। আপনার নিবেদন, আত্মত্যাগ ও লড়াকু মানসিকতা সবার জন্য অনুপ্রেরণাদায়ক। আপনার সঙ্গে মাঠে খেলা ও শেখার সুযোগ পাওয়া সত্যিই গর্বের বিষয়। আপনার আগামী অধ্যায়ের জন্য শুভকামনা। আপনার লিগ্যাসি চিরকাল বেঁচে থাকবে। ছোট্ট বার্তায় মুশফিকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সৌম্য সরকার। ড্রেসিং রুমে আপনার সঙ্গে কাটানো মুহূর্তগুলো সবসময় মনে রাখব। বাংলাদেশ ক্রিকেটে অবদানের জন্য আপনাকে ধন্যবাদ। সামনের দিনগুলোর জন্য মুশফিককে শুভকামনা জানানোরেক কিপারব্যাটসম্যান নুরুল হাসান সোহান। ২০১৪ সালে মুশফিকের অধিনায়কত্বে ওয়ানডে অভিষেক হয়েছিল তাইজুল ইসলামের। সেই স্মৃতি মনে করে বিদায়ী বার্তা দেন বাঁহাতি স্পিনার। প্রিয় মুশি ভাই, আপনার অধিনায়কত্বেই আমার রঙিন পোশাকের যাত্রা শুরু হয়েছিল। যদিও যাত্রাটা খুব একটা লম্বা হয়নি একসাথে। তারপরও কিছু অর্জনের মূহুর্ত আছে একসাথে যা সারাজীবন স্মরণ থাকবে। বাংলাদেশ ক্রিকেটকে আপনি অনেক কিছু দিয়েছেন। রঙিন পোশাকে আপনাকে আর দেখা হবে না, ভাবতেই কষ্ট হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধ২০টি পেইনকিলার নিয়ে ম্যাচ খেলেন মুশফিক জানালেন স্ত্রী জান্নাতুল কিফায়াত মন্ডি
পরবর্তী নিবন্ধমুশফিকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ বিসিবির