বৈষম্য কমাতে স্বাস্থ্য খাতকে ঢেলে সাজাতে হবে

চমেক শিক্ষক সমিতির ইফতার মাহফিলে মেয়র

| শুক্রবার , ৭ মার্চ, ২০২৫ at ১০:৩১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, দেশের দরিদ্রতম পরিবারগুলো মাতৃ ও শিশু স্বাস্থ্যসেবায় সরকারি সুবিধার ২০ শতাংশও ভোগ করতে পারে না। দরিদ্র জনসংখ্যার চাহিদা পূরণের জন্য সরকারের সম্পদ বরাদ্দও অপর্যাপ্ত। তাই বৈষম্য কমাতে স্বাস্থ্য খাতকে ঢেলে সাজাতে হবে। বার্ন ইউনিট নিয়ে যেন কোনো ষড়যন্ত্র করা না হয়। গতকাল বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) প্রাঙ্গণে চমেক শিক্ষক সমিতির দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. জসিম উদ্দিনের সভাপতিত্বে ও ডা. সৈয়দ মাহতাব উল ইসলামের পরিচালনায় রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা করেন ইসলামী ব্যাংকের শরিয়া বোর্ডের চেয়ারম্যান গিয়াস উদ্দিন তালুকদার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. মো. ফরিদ উদ্দিন ফারুক।

উপস্থিত ছিলেন চমেক ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. জসিম উদ্দিন, চট্টগ্রাম জেলা ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. তমিজ উদ্দিন আহমেদ মানিক, বিএমএ চট্টগ্রাম শাখার সাবেক সাধারণ সম্পাদক ডা. খুরশীদ জামিল চৌধুরী, চট্টগ্রাম মহানগর এনডিএফের সভাপতি ডা. একেএম ফজলুল হক, চট্টগ্রাম জেলা ড্যাবের সাধারণ সম্পাদক ডা. বেলায়েত হোসেন ঢালী, মহানগর ড্যাবের সাধারণ সম্পাদক ইফতেখার লিটন, পেশাজীবী নেতা ডা. ইমরান বিন ইউনুস, ডা. এটিএম রেজাউল করিম, ডা. আবদুল আলিম, ডা. আবুল ফয়েজ, ডা. আব্বাস উদ্দীন, ডা. নাসের, ডা. আনোয়ার হোসেন, ডা. মো. ইউসুফ, ডা. মোতালেব, ডা. সফিউল হাসান, ডা. আবুল কাশেম, ডা. অংশু প্রু মারমা, ডা. তারেক, ডা. জাহাঙ্গীর আলম প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধদুই ল্যাবে ১০০ কম্পিউটার আধুনিক জেনারেটর ও এয়ার কন্ডিশনার
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের পরিচালক পর্ষদের সাধারণ সভা