দুই ল্যাবে ১০০ কম্পিউটার আধুনিক জেনারেটর ও এয়ার কন্ডিশনার

চবিতে পিএইচপি’র সৌজন্যে কম্পিউটার ল্যাব উদ্বোধন

| শুক্রবার , ৭ মার্চ, ২০২৫ at ১০:৩০ পূর্বাহ্ণ

চবি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে পিএইচপি ফ্যামেলির চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমানের আর্থিক সহযোগিতায় দুটি কম্পিউটার ল্যাবের উদ্বোধন করা হয়েছে। গত রবিবার কম্পিউটারের মাউস বাটন ক্লিক ল্যাবের উদ্বোধন করেন চবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্‌ইয়া আখতার। এসময় বাংলাদেশে সরকারের আইসিটি ডিভিশনের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের যুগ্মসচিব মো. মনির হোসেন উপস্থিত ছিলেন। চবি ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি প্রফেসর ড. মুহাম্মদ সানাউল্লাহ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ শাহাদাত হোসেন, প্রফেসর ড. মোহাম্মদ খাইরুল ইসলাম, প্রফেসর ড. মোহাম্মদ অছিয়র রহমানসহ বিভাগের শিক্ষকশিক্ষার্থী ও কর্মকর্তাকর্মচারীরা উপস্থিত ছিলেন।

উপাচার্য অনুষ্ঠানে পিএইচপি ফ্যামেলির চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমানকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, আজকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের জন্য শুভদিন। দুইটি কম্পিউটিার ল্যাব উদ্বোধনের মধ্যদিয়ে এ বিভাগের শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার যে সুযোগ অবারিত হয়েছে তা শিক্ষার্থীদের শিক্ষাকার্যক্রকে বহুদূর এগিয়ে নিয়ে যাবে। উপাচার্য বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও ভৌত অবকাঠানো উন্নয়নে সরকারের পাশাপাশি ধনাঢ্য ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহ্বান জানান। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে পিএইচপি ফ্যামেলির চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমানের আর্থিক সহযোগিতায় ২টি কম্পিউটার ল্যাবে ১০০টি কম্পিউটার, উচ্চক্ষমতাসম্পন্ন আধুনিক জেনারেটর ও পর্যাপ্ত সংখ্যক এয়ার কন্ডিশান উপহার দিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় জাতীয় ভোটার দিবস উপলক্ষে র‌্যালি
পরবর্তী নিবন্ধবৈষম্য কমাতে স্বাস্থ্য খাতকে ঢেলে সাজাতে হবে