ওষখাইন রজায়ী দরবারের সেমিনার

| শুক্রবার , ৭ মার্চ, ২০২৫ at ১০:২৪ পূর্বাহ্ণ

শাহসূফি সৈয়দ আলী রজা প্রকাশ কানু শাহ (রহ.) এর জীবন কর্ম শীর্ষক সেমিনার এবং ‘জ্ঞানসাগর’ এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান গত ৫ মার্চ চট্টগ্রাম প্রেসক্লাব ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ওষখাইন রজায়ী দরবার শরিফের সাজ্জাদানশিন সৈয়দ খোরশেদ উল্লাহ রজায়ীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আহলে সুন্নাত ওয়াল জমাআতের চেয়ারম্যান আল্লামা কাযী মুঈন উদ্দিন আশরাফী। মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক মনিরুল ইসলাম আশরাফী। মুখ্য আলোচক ছিলেন চবি আরবি বিভাগের অধ্যাপক ড. হাফেজ মুহাম্মদ নুর হোসাইন। মোহাম্মদ রফিকুল ইসলাম ও শাহজাদা ইমাম উদ্দিন রজায়ীর সঞ্চালনায় অনুষ্ঠানে পঠিত প্রবন্ধ ও আলোচ্য বিষয়ের ওপর আলোচনা করেন অধ্যক্ষ আল্লামা শাহ্‌ খলিলুর রহমান নেজামী, গবেষক মোহাম্মদ আবদুর রহিম, অধ্যক্ষ মোজাম্মেল হক হাশেমী, হাফেজ সৈয়দ গোলাম কিবরিয়া, সোহেল মোহাম্মদ ফখরুদদীন, ফেরদৌসুল আলম খান, অধ্যাপক কাজী ইউনুছ রিজভী, রেজাউল করিম তালুকদার, আ ব ম খোরশিদ আলম খান, কমরুদ্দিন নুরী, আবু ইউসুফ নুর আলকাদেরী, মাস্টার মোহাম্মদ আবুল হোসেন, আলী আক্কাস নূরী, মোহাম্মদ আবদুল করিম সেলিম, সোহাইল উদ্দিন আনসারী, মো. জাবেদ খান প্রমুখ। প্রধান অতিথি বলেন, হযরত কানু (রহ.) এর রচনাসমূহ পৃথিবীর জ্ঞানভাণ্ডারের অমূল্য সম্পদ। তাঁর রচনা পড়ে বর্তমান প্রজন্ম সমৃদ্ধ ও আলোকিত হবে। মুনাজাত পরিচালনা করেন কাযী মুঈনউদ্দীন আশরাফী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদাগ
পরবর্তী নিবন্ধমীরসরাইয়ে আগুনে পুড়ল চার ভাইয়ের বসতঘর