আনোয়ারায় গোয়ালঘরের তালা ভেঙে দিন মজুরের দুই লাখ টাকা মূল্যের ৪টি গরু চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গত বুধবার দিবাগত রাতে উপজেলার বরুমচড়া ইউনিয়নে মোহাম্মদ জহির মিঞার (৫২) গোয়াল ঘর থেকে এই চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় গতকাল আনোয়ারা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
ক্ষতিগ্রস্ত দিন মজুর জহির মিঞা জানায়, আমি দীর্ঘদিন ধরে অসুস্থ, কোন ধরনের ভারী কাজ করতে পারি না, অনেক কষ্টে জীবিকা নির্বাহ করি। আগামী কোরবানিতে বিক্রির উদ্দেশ্যে ৫টি গরু লালন পালন করে আসছি। চুরি থেকে রক্ষার জন্য বসতঘরের সাথে লাগোয়া গোয়াল ঘরের দরজায় তালা লাগানোসহ মধ্যরাত পর্যন্ত পাহারা দিই। কিন্তু দুঃভাগ্য আমার গত বুধবার রাতে আমার শরীর অসুস্থবোধ করলে তারাবি নামাজ পড়ে ঘুমিয়ে যায়। পরে সেহরি খেতে উঠে দেখি গোয়াল ঘরে কোন গরু নেই। অনেক খোঁজাখুঁজির পর বিলের মাঝে একটি গরু পেয়েছি। দুই লাখ টাকা দামের বাকী ৪ টি গরু চুরি হয়ে গেছে। এই ঘটনায় আমার সব শেষ হয়ে গেছে, নিঃস্ব হয়ে গেছি।
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন জানান, এ ঘটনায় ভুক্তভোগী লিখিত অভিযোগ দায়ের করেছেন। চুরি হওয়া গরুর উদ্ধারে পুলিশ কাজ করছে।