নগরে তিন বাজারে ৯ প্রতিষ্ঠানকে জরিমানা

মোবাইল কোর্টের অভিযান

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ৭ মার্চ, ২০২৫ at ৯:৫৫ পূর্বাহ্ণ

নগরীর কাজীর দেউড়ি কাঁচা বাজার, কালামিয়া বাজার ও আতুরার ডিপো বাজারের ৯ টি প্রতিষ্ঠানকে মূল্য তালিকা প্রদর্শন না করাসহ বিভিন্ন অপরাধে সাড়ে ২০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন। গতকাল পৃথক তিনটি অভিযান চালিয়ে মোবাইল কোর্টের মাধ্যমে উক্ত ৯টি প্রতিষ্ঠানকে এ জরিমানা করা হয়।

জেলা প্রশাসন সূত্র জানায়, নগরীর কাজীর দেউড়ি কাঁচা বাজারে অভিযান পরিচালনা করেছেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল আমিন হোসেন, মোহাম্মদ আলমগীর হোসেন এবং তামজীদুর রহমান। অভিযানে সয়াবিন তেল, খেজুর, ডিম, ফলমূলসহ বিভিন্ন পণ্যের বাজার পরিদর্শন করা হয়। এ সময় পণ্যের মোড়ক ঠিকমতো না থাকা ও মূল্য তালিকা হালনাগাদ না থাকায় ৩টি প্রতিষ্ঠানকে ৩ টি মামলায় মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় কৃষি বিপণন অধিদপ্তরের কর্মকর্তা ও সিএমপির একটি টিম সহায়তা করেন। অন্যদিকে কালামিয়া বাজারে অভিযান পরিচালনা করেছেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান মাহমুদ ডালিম। এ সময় ৫টি প্রতিষ্ঠানকে ৫টি মামলায় সাড়ে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আর নগরীর আতুরার ডিপো বাজারে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউসুফ হাসান। অভিযান চলাকালে ওজন ও পরিমাণ মানদণ্ড আইন, ২০১৮ লঙ্ঘনের অপরাধে ১ টি প্রতিষ্ঠানকে একটি মামলায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল আমিন হোসেন দৈনিক আজাদীকে বলেন, জরিমানার পাশাপাশি ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। জেলা প্রশাসনের এমন অভিযান পুরো রমজানে চলমান থাকবে।

পূর্ববর্তী নিবন্ধটেকনাফে নারী সহযোগীসহ ডাকাত খায়ের গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় রাজমিস্ত্রিকে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম অভিযুক্ত সহোদর গ্রেপ্তার