নিখোঁজের ৫ দিন অতিবাহিত হলেও এখনো হালিশহর চাইল্ড ফেয়ার একাডেমী অ্যান্ড হাই স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র মো. তানজীম আহম্মেদ তামীমের সন্ধান পাওয়া যায়নি। গত ২ মার্চ বিকাল ৩টার সময় চট্টগ্রামের হালিশহর থানাধীন বি–ব্লক ৩ নং লেইন আজাদ ম্যানশন বাসা থেকে মো. তানজীম আহম্মেদ তামীম প্রাইভেট পড়তে যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে আর বাসায় ফেরেনি। ওই দিনের পর থেকে সকল আত্মীয় স্বজনদের বাসা বাড়িতে খোঁজ খবর নিয়েও তার সন্ধান পাওয়া যায়নি। তার সাথে থাকা ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন মো. তানজীম আহম্মেদ তামীমের বাবা মা।
অনেক খোঁজাখোঁজির পরও কোনো সন্ধান না পেয়ে গত ৪ মার্চ হালিশহর থানায় তামীমের মা নিলুফা বেগম সাধারণ ডায়েরি করেন। ডায়েরি নং –১৯৫। তামীম হালিশহর চাইল্ড ফেয়ার একাডেমী অ্যান্ড হাইস্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র।