ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৪ মার্চ

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ৭ মার্চ, ২০২৫ at ৯:৩৩ পূর্বাহ্ণ

বাংলাদেশ রেলওয়ে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে অগ্রিম টিকিট বিক্রি ও যাত্রী পরিবহনের প্রস্তুতি সম্পন্ন করেছে। আগামী ১৪ মার্চ থেকে শুরু হয়ে ২০ মার্চ পর্যন্ত চলবে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি। এই সময়ের মধ্যে যাত্রীরা ২৪ থেকে ৩০ মার্চের ট্রেনের অগ্রিম টিকিট কিনতে পারবেন। গতকাল বৃহস্পতিবার রেল মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। এর আগে, গত মঙ্গলবার রেল ভবনে রেলওয়ের মহাপরিচালকের সভাপতিত্বে ঈদুল ফিতর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

সভা সূত্র জানায়, রেলওয়ের পরিকল্পনা অনুযায়ী, ১৪ মার্চ বিক্রি করা হবে ২৪ মার্চের টিকিট। এর ফলে ২৪ মার্চ থেকেই ঈদযাত্রা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। যাত্রীদের চাপ সামাল দিতে কয়েকটি রুটে বিশেষ ট্রেন চালানোর পরিকল্পনা করা হয়েছে। তবে কতটি বিশেষ ট্রেন চলবে, তা এখনও চূড়ান্ত হয়নি। চাহিদার ভিত্তিতে রুট নির্ধারণ করা হবে।

এবার ঈদযাত্রায় প্রতিদিন ঢাকা থেকে ৩৫ হাজার ৩১৫টি অগ্রিম টিকিট বিক্রি করা হবে। এছাড়া অতিরিক্ত যাত্রী পরিবহনের জন্য ট্রেনে অতিরিক্ত ইঞ্জিন ও কোচ সংযোজনের প্রস্তাব দেওয়া হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, ঈদযাত্রায় পাহাড়তলী কারখানায় ৯০টি কোচ মেরামত করা হচ্ছে। কিছু কোচ সৈয়দপুর কারখানায় মেরামত হচ্ছে।

বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন জানান, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। আগামী ৯ মার্চ রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টার সভাপতিত্বে আরও একটি বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে বিস্তারিত পরিকল্পনা চূড়ান্ত করা হবে।

পূর্ববর্তী নিবন্ধরোহিঙ্গাদের খাদ্য সহায়তা অর্ধেকের বেশি কমাচ্ছে জাতিসংঘ
পরবর্তী নিবন্ধহলদিয়ায় স্কেভেটর লাগিয়ে নির্বিচারে কাটা হচ্ছে টিলাভূমি