বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, মহানগরী শাখা সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল গতকাল বুধবার চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি মিলনায়তনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ফেডারেশনের কেন্দ্রীয় সহ–সাধারণ সম্পাদক ও মহানগরী সভাপতি এস এম লুৎফুর রহমান। সঞ্চালনা করেন নগর সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী।
সভাপতির বক্তব্যে এস এম লুৎফুর রহমান জুলাই–আগস্ট আন্দোলনের শহিদদের স্মরণ করেন। দেশ ও জাতিগঠনে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকার কথা উল্লেখ করে তিনি কৃতজ্ঞতা জানান। তিনি শ্রমিকদের অধিকারের বিভিন্ন দিক এবং শ্রমিকদের অধিকার আদায়ের আন্দোলনে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সৃজনশীল ভূমিকার কথা তুলে ধরেন। শ্রমিকদের কাজের পরিবেশ নিরাপদ করার যাবতীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। বিশেষ করে, নারী শ্রমিকদের নিরাপত্তার বিষয়টি বিশেষভাবে বিবেচনা করতে হবে। সকল সেক্টরের শ্রমিক–কর্মচারীদের বকেয়া বেতন, চলতি বেতন ও ঈদ বোনাস ২০ রমজানের মধ্যে আদায় করতে হবে। ইফতার মাহফিলে সাংবাদিক, রাজনীতিবিদ ও শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শুভেচ্ছা বক্তব্য দেন, রাজনীতিবিদ অধ্যক্ষ মুহাম্মদ নূরুল আমীন, ফেডারেশনের কেন্দ্রীয় সহ–সাধারণ সম্পাদক মুহাম্মদ ইসহাক, সাংবাদিক মোহাম্মদ উল্লাহ, অধ্যাপক লিয়াকত আখতার সিদ্দিকী, চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব ও দৈনিক আমার দেশের আবাসিক সম্পাদক জাহিদুল করিম কচি, বাংলাদেশ প্রেস কাউন্সিল ও ইন্টারন্যাশনাল প্রেস কাউন্সিলের সদস্য মঈনুদ্দীন কাদের শওকত, সাংবাদিক গোলাম মাওলা মুরাদ ও দৈনিক কালের কণ্ঠের ব্যুরো প্রধান মোস্তফা নাঈমসহ নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।