কক্সবাজার শহরের কলাতলী ডলফিন মোড় সংলগ্ন ঝিনুক মার্কেটে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ সময় পাঁচটি দোকান অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়। গতকাল বুধবার সকাল পৌনে ৬টার দিকে ৯৯ ব্রাইডেলের সামনের ঝিনুক মার্কেটে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস কক্সবাজার স্টেশনের উপ–সহকারী পরিচালক মো. তানহারুল ইসলাম।
তিনি জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করেন। প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে চলে এসেছে। আগুনের সূত্রপাত সম্পর্কে এখনই কিছু বলা যাচ্ছে না। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। অগ্নিকাণ্ডে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।