অবসরপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মুজাফ্ফর আহমদ খান (৯৫) গত ৪ মার্চ সকাল ৮টায় নগরীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে…রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, পুত্রসহ অনেক গুণগ্রাহী রেখে যান। একই দিন নগরীর কাতালগঞ্জ মসজিদে জোহরের নামাজের পর প্রথম জানাজা এবং রাঙ্গুনিয়ার মুরাদনগর গ্রামের পাঠান বাড়িস্থ মসজিদে আছরের নামাজের পর দ্বিতীয় জানাজা এবং মাগরিবের নামজের পর তৃতীয় দফা জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।