অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার, যিনি সি আর আবরার নামেই পরিচিত। গতকাল বুধবার সকালে বঙ্গভবনে তাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসসহ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীসহ আমন্ত্রিত অতিথিরা শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। জুলাই অভ্যুত্থানের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে শপথ অনুষ্ঠানের সূচনা হয়। এরপর ছিল কোরআন তেলাওয়াত। উপদেষ্টা হিসাবে নিয়োগ পাওয়া সি আর আবরারকে প্রথমে উপদেষ্টা পদের এবং তারপর গোপনীয়তার শপথ পড়ান রাষ্ট্রপতি। খবর বিডিনিউজের।
উপদেষ্টা পরিষদে সি আর আবরার যে শিক্ষা উপদেষ্টার দায়িত্ব পাচ্ছেন, তা মঙ্গলবারই জানিয়েছিল প্রধান উপদেষ্টার দপ্তর। সি আর আবরারের যোগদানের পর মুহাম্মদ ইউনূসের সরকারে উপদেষ্টার সংখ্যা দাঁড়াচ্ছে ২২ জনে। অন্তর্বর্তী সরকারে অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ শিক্ষা এবং পরিকল্পনা মন্ত্রণালয় সামলে আসছিলেন। সি আর আবরার শিক্ষার দায়িত্ব নিলে নতুন করে দপ্তর বণ্টন করে দেবেন প্রধান উপদেষ্টা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক সি আর আবরার অভিবাসন খাতের বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিটের (রামরু) নির্বাহী পরিচালক। রোহিঙ্গা শরণার্থী, অভিবাসী শ্রমিক, বাংলাদেশের উর্দুভাষী জনগোষ্ঠীর নাগরিকত্বর মত বিষয় রয়েছে তার গবেষণার বিষয়ের মধ্যে।
এক সময় মানবাধিকার সংগঠন ‘অধিকার’ এর সভাপতির দায়িত্বেও সামলেছেন অধ্যাপক আবরার। ক্ষমতার পালাবদলের পর গতবছরের শেষভাগে নতুন নির্বাচন কমিশন গঠনে যে সার্চ কমিটি করা হয়েছিল, সেখানে সদস্য হিসেবে ছিলেন সি আর আবরার।