নগরে আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের ৩৪ নেতাকর্মী গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৬ মার্চ, ২০২৫ at ১০:৫১ পূর্বাহ্ণ

নগরীর বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৩৪ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার বিভিন্ন সময়ে পরিচালিত অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন মাহামুদুল ইসলাম মুন্না, মো. শাকিল, আবদুল হামিদ প্রকাশ রিপন, সাকিব আলম প্রকাশ মিনহাজ উদ্দিন সাকিব, মো. মোর্শেদ আলম, মো. জুয়েল, মো. রিপন, মো. নগেন, মো. জসিম উদ্দিন, আহমেদ, মো. ওয়াহিদুল আলম প্রকাশ বাবু, মো. আরমান, মেহেদী হাসান আকাশ, মো. আরিফুল ইসলাম প্রকাশ আরিফ, মো. ইদ্রিস, মো. অন্তর প্রকাশ মেহেদী হাসান হৃদয়, সাদ্দাম হোসেন প্রকাশ আরাফাত হোসেন সাদ্দাম, আবুল কালাম আজাদ, মো. ইউনুছ ইসলাম প্রকাশ তারেক, দিদার, অনিক দাশ প্রকাশ নিঝুম, বেলাল প্রকাশ পানি বেলাল, মো. শাকিল, আব্দুস শুক্কুর প্রকাশ সুমন, মো. জনি, মো. সোহেল, হাসান, মো. সুমন, জুয়েল দাস, মো. রাব্বী, মো. রাসেল সর্দার ও মোহাম্মদ আলী।

সিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপরিদর্শক (এসআই) মো. ইমরান হোসেন জানান, আসামিদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রজনতার ওপর হামলাসহ এক বা একাধিক মামলা রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধউপদেষ্টা হিসেবে শপথ নিলেন সি আর আবরার
পরবর্তী নিবন্ধএমপিওভুক্ত শিক্ষকদের ভাতা বাড়ানোর বার্তা বিদায়ী শিক্ষা উপদেষ্টার