দেহদানের সিদ্ধান্ত বদল কবীর সুমনের, ইসলামি রীতিতে হবে কবর

| বৃহস্পতিবার , ৬ মার্চ, ২০২৫ at ১০:৩৮ পূর্বাহ্ণ

জনপ্রিয় সংগীত শিল্পী কবীর সুমন তার মরণোত্তর দেহদানের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন। বাংলাদেশ ও ভারতে সমান জনপ্রিয় এই গায়কের নতুন ইচ্ছামৃত্যুর পর যেন তার দেহ দাফন হয় ইসলামি রীতিতে। চার বছর আগে ২০২০ সালের অক্টোবরে কবীর সুমন লিখিত ইচ্ছেপত্রে বলেছিলেন, আমার মৃতদেহ যেন দান করা হয় চিকিৎসাবিজ্ঞানের কাজে। পাশাপাশি তখন স্বাক্ষর করেন একটি অঙ্গিকারপত্রও। গতকাল বুধবার ফেসবুকে নতুন সিদ্ধান্ত জানান তিনি।

পোস্টে তিনি লিখেছেন, রমজান মোবারক। সবাইকে জানাতে চাইকিছুকাল আগে এই ফেসবুকেই ঘোষণা করেছিলাম, আমি আমার দেহ দান করেছি, কোনো ধর্মীয় শেষকৃত্য আমি চাই না। অনেক ভেবে আমি সেই সিদ্ধান্ত পাল্টালাম। দেহদানের ইচ্ছা প্রত্যাহার করছি আমি। আমার দেহ আমি দান করব না। আমি চাই, আমায় এই কলকাতারই মাটিতে, সম্ভব হলে গোবরায়, ইসলামি রীতিতে কবর দেওয়া হোক। এটাই আমার চূড়ান্ত সিদ্ধান্ত। আমার কতিপয় স্বজনকে এটা জানিয়ে দিলাম। সিদ্ধান্ত বদলের বিষয়ে কোনো সমালোচনাও চান না কবীর সুমন। তার ভাষ্য, আমার এই ঘোষণা বিষয়ে কারুর কোনও মত বা মন্তব্য চাই না। খবর বিডিনিউজের।

নব্বই দশকের দিকে কবিতার ঢংয়ে সুরের মাধ্যমে গান পরিবেশন করে জনপ্রিয়তা পাওয়া সুমন চট্টোপাধ্যায় ইসলাম ধর্ম গ্রহণ ২০০০ সালে করে হন কবীর সুমন। ১৯৯২ সালের এপ্রিল মাসে প্রকাশিত ‘তোমাকে চাই’ অ্যালবামের মাধ্যমে বাংলা গানে নতুন ধারা তৈরি করেন। সংগীতের সঙ্গে যুক্ত থাকা ছাড়াও অভিনয়েও রয়েছে তার দক্ষ পদচারণা। ভারতে বিশেষ করে কলকাতার পাশাপাশি বাংলাদেশেও সমান জনপ্রিয় তিনি। সুযোগ পেলেই ছুটে আসেন বাংলাদেশে।

বাংলা আধুনিক গানকে নতুন এক দিশা দেখানো ৭৫ বছর বয়সী কবীর সুমন এখন আর নতুন গানের অ্যালবাম বের না করলেও শাস্ত্রীয় সংগীত ও খেয়াল সংগীত নিয়ে মেতে থাকেন। সোশাল মিডিয়ায় খেয়াল সংগীত করে থাকেন প্রায়ই।

পূর্ববর্তী নিবন্ধকৌতুক কণিকা
পরবর্তী নিবন্ধ৯০০ মিলি ফর্টিফাইড সয়াবিন তেলের বোতলে ৮২০ মিলি সুপার পাম তেল