ঈদের পর বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে

স্পোর্টস ডেস্ক | বুধবার , ৫ মার্চ, ২০২৫ at ১১:৩১ পূর্বাহ্ণ

আগামী এপ্রিলে জিম্বাবুয়ে দল সিরিজ খেলতে আসবে বাংলাদেশে। দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আসন্ন ঈদুল ফিতরের পর বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে। গতকাল মঙ্গলবার মিরপুর শেরই বাংলা স্টেডিয়ামে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এই তথ্য জানান বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফীস। ২০২৪ সালেই জিম্বাবুয়ের সঙ্গে ৩ ম্যাচের টিটোয়েন্টি সিরিজের সঙ্গে দুটি টেস্ট খেলার কথা ছিল বাংলাদেশের। তবে সে বছরের টিটোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে শুধু ৫ ম্যাচের টিটোয়েন্টি সিরিজ খেলেছিল দুই দল। বাকি টেস্ট সিরিজটি এবার হতে যাচ্ছে। এ প্রসঙ্গে নাফীস বলেন, ‘গত বছর বাংলাদেশের জিম্বাবুয়ে সফর ছিল। সেই সফরে দুটি টেস্ট ও তিনটি টিটোয়েন্টি খেলার কথা ছিল। যেহেতু আমাদের সামনে টিটোয়েন্টি ছিল তাই আমরা ওই সিরিজটি রিশিডিউল করে পাঁচটি টিটোয়েন্টি খেলেছিলাম।’ ‘আমাদের দুটি টেস্ট ম্যাচ কিন্তু খেলা বাকি ছিল। টেস্ট ক্রিকেট খেলাটা আমাদের অন্যতম প্রায়রিটি। দুটি টেস্ট ম্যাচ যে গত বছর হয়নি ওইটা আমরা কমাতে চাই না। ওই সিরিজটিই রিশিডিউল হয়ে এই বছরের এপ্রিলে দুটি টেস্ট খেলব।’যোগ করেন তিনি। এই সিরিজের ভেন্যু নিয়ে নাফীস বলেন, ‘ভেন্যু এবং নির্দিষ্ট তারিখ আমরা খুব তাড়াতাড়ি মিডিয়াকে জানাবো। যেহেতু দুটি টেস্ট ম্যাচ। একটি অবশ্যই ঢাকার বাইরে হবে। যেহেতু ঢাকা প্রিমিয়ার লিগ চলছে। ঢাকার মাঠ ব্যস্ত থাকবে। আমরা গ্রাউন্ড ডিপার্টমেন্টের কাছে পরামর্শ চেয়েছি। তারা আমাদের পরামর্শ দেবে এবং সবকিছু ঠিক করেই আমরা জানাতে পারব।’

পূর্ববর্তী নিবন্ধদ্বিতীয়বার ফাইনাল খেলার আশা দ. আফ্রিকা ও নিউজিল্যান্ডের
পরবর্তী নিবন্ধ১৫ গান নিয়ে ‘ব্ল্যাকপিংকের’ লিসার প্রথম অ্যালবাম