সর্দার বাহাদুর নগর সমাজকল্যাণ পরিষদের ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন

| বুধবার , ৫ মার্চ, ২০২৫ at ১১:২৮ পূর্বাহ্ণ

সর্দার বাহাদুর নগর সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত ২৬ ফেব্রুয়ারি নগরীর সর্দার বাহাদুর নগর ইদগাঁও মাঠে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক শফিকুর রহমান স্বপন। বিশেষ অতিথি ছিলেন ১৩ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির। বিশেষ অতিথি ছিলেন সর্দার নগর সমাজকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ বাদল, আহমেদ মনিরুল চৌধুরী শামীম, মোহাম্মদ মোজাফফর হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলশী থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আশিক মল্লিক আরশি। আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের শিল্প বিষয়ক সম্পাদক গোলজার হোসেন মিন্টু, মহানগর যুবদলের স্কুল বিষয়ক সম্পাদক আবদুল আওয়াল টিপু, খুলশী থানা যুবদলের আহবায়ক হেলাল হোসেন, ইউনুস মুন্না, মিজানুর রহমান, ওয়াকিল হোসেন বগা, সরোয়ার, আক্তার হোসেন, নুরা আলম, ইমন, ইসমাইল হোসেন, রকি হোসেন পিচ্চি প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পাহাড়তলী কলেজের ছাত্রদলের আহবায়ক আশরাফুল।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম জেলা দলের খেলোয়াড়দের রিপোর্টিং আজ
পরবর্তী নিবন্ধবাংলাদেশে ফিরছেন ব্যাটিং কোচ ডেভিড হেম্প