আলমগীর খানকা শরীফের খাদেম মাহমুদুর রহমানের ইন্তেকাল

| বুধবার , ৫ মার্চ, ২০২৫ at ১০:৫৪ পূর্বাহ্ণ

আনজুমানএ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট পরিচালিত পশ্চিম ষোলশহরস্থ আলমগীর খানকাএ কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়ার খাদেম মাহমুদুর রহমান (৫৪) গত ৩ মার্চ ভোর ৪ টা ৫০ মিনিটে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে চিকিৎসারত অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে….রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। আনজুমান ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মনজুর আলম (মনজু), ভাইস প্রেসিডেন্ট আমির হোসেন সোহেল, সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন, এডিশনাল সেক্রেটারি মোহাম্মদ সামশুদ্দীন, জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ সিরাজুল হক, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এস এম গিয়াস উদ্দীন (শাকের), ফাইন্যান্স সেক্রেটারি মোহাম্মদ কমর উদ্দীন (সবুর), প্রেস অ্যান্ড পাবলিকেশন সেক্রেটারি মোহাম্মদ গোলাম মহিউদ্দীন, ট্রাস্টের অন্যান্য নির্বাহী সদস্যসহ কর্মকর্তাকর্মচারীবৃন্দ তাঁর ইন্তেকালে গভীর শোক প্রকাশ ও তাঁর রুহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকাহত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্‌রাসায় বা’দ যোহর জানাযা শেষে আলমগীর খানকা শরীফ সংলগ্ন কবরস্থানে তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হয়। তিনি আওলাদে রাসুল, গাউসে জামান সৈয়্যদ মুহাম্মদ তাহের শাহ (রা.)’র একজন একনিষ্ঠ মুরিদ এবং ২০০৬ সাল হতে আলমগীর খানকা শরীফের খাদেম হিসেবে আনজুমানজামেয়ার বহু খেদমত করেছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ
পরবর্তী নিবন্ধটেকনাফে অপহৃত ১১ নারী-শিশু উদ্ধার