চট্টগ্রামের এলজিইডি ভবনের অডিটোরিয়ামে ২৮ ফেব্রুয়ারি শুক্রবার অনুষ্ঠিত হয়েছে ‘একুশে চ্যালেঞ্জার্স ওপেন কারাতে চ্যাম্পিয়নশিপ ২০২৫’। প্রতিযোগিতাটি আধুনিক ও যুগোপযোগী করতে ওয়ার্ল্ড কারাতে ফেডারেশনের অফিসিয়াল চ্যাম্পিয়নশিপ সফটওয়্যার ‘স্পোর্টসডাটা ইভেন্ট টেকনোলজি’ ব্যবহৃত হয়। এর মাধ্যমে পুরো প্রতিযোগিতা মাল্টি–স্ক্রিন লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে পরিচালিত হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণ করে দেশের ১৫টি ক্লাবের ৪০০–এর বেশি প্রতিযোগী, যেখানে ১০০–এর অধিক ক্যাটাগরিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। টুর্নামেন্ট ডিরেক্টর ছিলেন এশিয়ান কারাতে ফেডারেশনের জাজ–এ লাইসেন্সধারী বিচারক সেন্সি তীর্থ তালুকদার। বিচারকার্য পরিচালনা করেন এশিয়ান কারাতে ফেডারেশন ও বাংলাদেশ কারাতে ফেডারেশনের লাইসেন্সধারী বিচারকবৃন্দ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার ইসি কমিটির সদস্যবৃন্দ, প্রবীণ ক্রীড়া সংগঠক সৈয়দ আবুল বশর ও হাফিজুর রহমান। তারা বলেন, কারাতে খেলাকে প্রযুক্তির সাথে একীভূত করার এই উদ্যোগ প্রশংসনীয় এবং ভবিষ্যতে এ ধরনের আয়োজন আরও সমপ্রসারিত করা উচিত।