লোহাগাড়ায় মো. মিনহাজ (২৪) নামে এক মাদকাসক্ত ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছেন অতিষ্ঠ পিতা। গত রোববার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের হাজির পাড়ায় নিজ বসতঘর থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। একইদিন রাতে পিতা আমির হোসেন (৫৪) বাদি হয়ে ছেলের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।
পুলিশ জানায়, গ্রেপ্তার মিনহাজ দীর্ঘদিন ইয়াবা ট্যাবলেট সেবনে আসক্ত হয়ে পড়েন। পাশাপাশি খুচরা ইয়াবা ট্যাবলেটও বিক্রি করেন। ইয়াবা সেবন ও বিক্রিতে বাধা দিলে মিনহাজ তার পরিবারের সবাইকে মারধর এবং ঘরের জিনিসপত্র ভাংচুর করে আসছেন। গত রোববার রাতেও ইয়াবা সেবনে বাধা দিলে তার পিতা ও মাকে মারধর করেন। তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে মাদকাসক্ত ছেলের কবল থেকে উদ্ধার করেন। এ সময় কৌশলে মিনহাজকে ঘরের ভেতরে আটকে রাখা হয়। প্রতিনিয়ত মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে থানা পুলিশকে অবহতি করা হয়। পরে ঘটনাস্থল থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদকাসক্ত ছেলে মিনহাজকে পুলিশের হাতে তুলে দেন পিতা। লোহাগাড়া থানার ওসি আরিফুর রহমান জানান, মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে বাদি হয়ে সংশ্লিষ্ট আইনে মামলা করেন পিতা আমির হোসেন। গতকাল সোমবার গ্রেপ্তার মিনহাজকে আদালতে সোপর্দ করা হয়েছে।