বিভিন্ন উপজেলার বাজারে অভিযান, জরিমানা

আজাদী ডেস্ক | মঙ্গলবার , ৪ মার্চ, ২০২৫ at ১১:২৮ পূর্বাহ্ণ

পবিত্র রমজান মাসে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে গতকাল সোমবার চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় পণ্যের মূল্য তালিকা সংরক্ষণ না করা, মেয়াদবিহীন ও অধিক মূল্যে পণ্য বিক্রি করায় দোষীদের জরিমানা ও সর্তক করা হয়।

রাঙ্গুনিয়ায় তিন প্রতিষ্ঠানকে জরিমানা : রাঙ্গুনিয়া প্রতিনিধি জানান, নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে বাজার মনিটরিং কার্যক্রম চালিয়েছে উপজেলা প্রশাসন। গতকাল সোমবার বিকেলে উপজেলার শান্তিরহাট ও রোয়াজারহাট বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। অভিযানে তিন প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান এ অভিযান পরিচালনা করেন।

তিনি বলেন, রমজান মাসে দ্রব্য মূল্যের দাম নিয়ন্ত্রণে রাখতে বাজার পরিস্থিতি মনিটরিং এবং সংশ্লিষ্টদের মধ্যে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নিয়মিত এই অভিযান চালানো হচ্ছে। গতকাল অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯এর বিভিন্ন ধারায় মোট ৩টি প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। এ সময় রমজান মাসে দ্রব্য মূল্যের দাম নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

কর্ণফুলীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, জরিমানা : পটিয়া প্রতিনিধি জানান, কর্ণফুলীতে চার দোকানিকে বিভিন্ন অপরাধে ৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার দুপুরে বাজার মনিটরিং টাস্কফোর্সের উদ্যোগে উপজেলার ব্রিজঘাট বাজার, চরপাথরঘাটা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এঙিকিউটিভ ম্যাজিস্ট্রেট রয়া ত্রিপুরা।

তিনি বলেন, দোকানে মূল্য তালিকা না থাকা ও অস্বাস্থ্যকর পরিবেশে খবার, ইফতার সামগ্রী তৈরির অপরাধে পৃথক ৪ মামলায় ৮ হাজার টাকা অর্থদণ্ড ও সতর্ক করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যহত থাকবে।

সীতাকুণ্ডে দুই দোকানিকে জরিমানা : সীতাকুণ্ড প্রতিনিধি জানান, সীতাকুণ্ড পৌর সদর বাজারে দুই দোকানিকে ১৪০০০ টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার উপজেলার পৌর সদর বাজারে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এঙিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন। এতে সহযোগিতা করেন স্যানিটারি ইন্সপেক্টর, নিরাপদ খাদ্য পরিদর্শক ও থানা পুলিশ।

জানা যায়, মূল্য তালিকা প্রদর্শন না করে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি করার অপরাধে মো. কামাল উল্যাহর মালিকানাধীন বাংলাদেশ স্টোরকে ১২ হাজার টাকা এবং ফলের দোকানদার মো. আলতাফ হোসেনকে দুই হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

সহকারী কমিশনার বলেন, পুরো রমজান মাসজুড়ে অভিযান অব্যহত থাকবে। অতিরিক্ত মুনাফা অর্জনে বাড়তি দাম গ্রহণ করলে এবং খাদ্যে ভেজাল দিয়ে পণ্য বিক্রি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বেশি দামে গরুর মাংস বিক্রি, জরিমানা : বোয়ালখালী প্রতিনিধি জানান, বোয়ালখালীতে চার ব্যবসায়ীকে ১৭ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার উপজেলা সদরে এ জরিমানা করা হয়। আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রহমত উল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা ও বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার।

জানা যায়, বেশি দামে গরুর মাংস বিক্রি করায় একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকাসহ মোট চার প্রতিষ্ঠানকে পৃথক মামলায় ১৭ হাজার ৫০০ টাকা জরিমানা প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, পবিত্র রমজান মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে নিয়মিত মনিটরিংয়ের অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় চার প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। পবিত্র রমজান মাসে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

লোহাগাড়ায় ৪ দোকানিকে জরিমানা : লোহাগাড়া প্রতিনিধি জানান, লোহাগাড়ায় চার দোকানিকে ১৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার উপজেলার পুটিবিলা ইউনিয়নের এমচার হাট বাজারে অভিযানে পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইনামুল হাছান।

তিনি জানান, পণ্যের মুল্য তালিকা প্রদর্শন না করা, পাইকারি ক্রয়ের রশিদ সংরক্ষণ না করায় ৪ দোকানিকে জরিমানা করা হয়েছে। এ সময় ব্যবসায়ীদের বিভিন্ন নির্দেশনা প্রদান করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

কাপ্তাই নতুন বাজারে ভ্রাম্যমাণ আদালত : কাপ্তাই প্রতিনিধি জানান, কাপ্তাই উপজেলার নতুন বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। গতকাল সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন এ অভিযান পরিচালনা করেন। এ সময় তিনি দোকানে মূল্য তালিকা টাঙানো আছে কিনা তা প্রত্যক্ষ করেন। পাশাপাশি বাজারে পণ্যের অতিরিক্ত মূল্য নেওয়া হচ্ছে কিনা এবং মেয়াদোত্তীর্ণ মালামাল দোকানে বিক্রির জন্য মজুদ রয়েছে কিনা যাচাই করেন।

তিনি বলেন, প্রশাসনের পক্ষ থেকে কাপ্তাই নতুন বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। পরবর্তীতে বরইছড়ি বাজার, শীলছড়ি বাজার, রাইখালী বাজার, কলাবাগানসহ উপজেলার প্রতিটি বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।

পবিত্র রমজানে একটি বাজারে একাধিকবারও মোবাইল কোর্ট পরিচালনা করা হবে এবং নিয়মের ব্যত্যয় ঘটলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্বরুপ মুহুরী এবং কাপ্তাই থানার ওসি ও পুলিশ ফোর্স উপস্থিত ছিলেন।

হাটহাজারী প্রতিনিধি জানান,পবিত্র রমজান উপলক্ষে হাটহাজারীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে চারটি মামলায় মোট তের হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।

গত রোববার পৌরসভার বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক লুৎফন নাহার শারমিনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, পবিত্র রমজান উপলক্ষে চালানো এ অভিযানে বিভিন্ন অপরাধে হাটহাজারী পৌরসভা বাজারের মুসলিম হোটেল, চৌধুরী হোটেল এবং তৈয়ব স্টোর নামক মোট চারটি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৩৮, ৫৩ ও ৪৫ ধারায় সর্বমোট তের হাজার টাকা অর্থদন্ড প্রদান করে তাৎক্ষনিক ডিজিটাল ক্যাশ রেজিস্ট্রারের (ডিসিআর) মাধ্যমে তা আদায় করা হয় এবং সকলকে ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়। পাশাপাশি যানযট নিরসনে অবৈধ পার্কিং রোধে সড়কের বিভিন্ন স্থানে পৌরসভা হতে নো পার্কিং লেখা সম্বলিত স্ট্যান্ড স্থাপন করা হয়। অভিযানের সময় পৌরসভা ও ভূমি অফিসের কর্মকর্তাসহ হাটহাজারী মডেল থানা পুলিশের একটি টিম সাথে থেকে সহযোগিতা করেন। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক লুৎফন নাহার শারমিন অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, জনস্বার্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে।

মীরসরাই প্রতিনিধি জানান, মীরসরাইয়ে রমজান উপলক্ষে নিয়মিত বাজার মনিটরিং এ নানা অনিয়মের অভিযোগে ৩ দোকান মালিককে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গত ২ মার্চ উপজেলার করেরহাট বাজারে এই অভিযান পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এঙিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম।

অভিযানকালে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দোকানে ন্যায্যমূল্যে পন্য বিক্রয় ও মূল্য তালিকা প্রদর্শনের নির্দেশনা প্রদান করা হয়। তাছাড়া মূল্য তালিকা প্রদর্শন না করা ও নির্ধারিত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয়ের অপরাধে মোবাইল কোর্টে তিনটি দোকানের মালিককে তিনটি পৃথক মামলায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মোট ৮ হাজার টাকা অর্থদন্ড আদায় করা হয়।

মহেশখালী প্রতিনিধি জানান, রমজান নিত্য প্রয়োজনীয় পণ্যসহ সকল প্রকার দ্রব্যসামগ্রী ক্রেতাদের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধে মহেশখালীতে মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা। গত ২ মার্চ উপজেলার গোরকঘাটা বাজার এলাকায় এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে উপস্থিত ছিলেন নৌবাহিনীর একটি চৌকস টিম এবং উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর রুপম কান্তি পাল।

মোবাইল কোর্ট পরিচালনাকালীন সময়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে বিভিন্ন ধারায় ৪ জন ব্যবসায়ীকে মূল্য তালিকা প্রদর্শন না করা এবং ধার্য্য মূল্যের অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি করার অপরাধে সর্বমোট ৯০০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা জানান, অভিযান পুরো রমজান অব্যাহত থাকবেন।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে রিক্সাচালকের খুনির ফাঁসির দাবিতে বিক্ষোভ
পরবর্তী নিবন্ধআঞ্জুমান মুফিদুল ইসলাম অনন্য ঐতিহাসিক প্রতিষ্ঠান