নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির ফলে জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে

চন্দনাইশে গাউসিয়া কমিটির স্বাগত র‌্যালি

| মঙ্গলবার , ৪ মার্চ, ২০২৫ at ১১:১৭ পূর্বাহ্ণ

বিভিন্ন ধরনের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য চাল, তেল, কাঁচাবাজার অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। এতে জনজীবনে অনেক দুর্ভোগ নেমে এসেছে। বাজারের ওপর সরকারের নিয়ন্ত্রণ আছে বলে মনে হয় না। ব্যবসায়ীরা সিন্ডিকেট করে বিভিন্ন অজুহাতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়িয়ে সাধারণ মানুষকে বিপাকে ফেলছেন। একবার যে পণ্যের দাম বাড়ে, তা আর কমে না। সরকারি বিভিন্ন সংস্থা এ ব্যাপারে কাজ করলেও, তা তেমন কার্যকর ভূমিকা না রাখায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আসছে না।

গত ২৮ ফেব্রুয়ারি চন্দনাইশ কাঞ্চননগর বাদামতল সৈয়দ আমির কুলাল পাড়া শাহী জামে মসজিদ চত্বরে গাউসিয়া কমিটি বাংলাদেশ জোয়ারা ইউনিয়ন শাখার উদ্যাগে পবিত্র মাহে রমজান আগমন উপলক্ষে স্বাগত র‌্যালি ও সমাবেশে গাউসিয়া কমিটি জোয়ারা ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা আবু মুহাম্মদ মেশকাতুল ইসলাম মোজাহেদীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহেল রানার পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন গাউসিয়া কমিটি, দক্ষিণ জেলা গাউসিয়া কমিটির মোহাম্মদ হাবিব উল্লাহ মাস্টার। বিশেষ অতিথি ছিলেন মুহাম্মদ আলমগীর ইসলাম বঈদী, মোহাম্মদ মোজাম্মেল হক তালুকদার, মোহাম্মদ হোসেন চৌধুরী, হাসান আলী মেম্বার, মুহাম্মদ সরোয়ার আলম, মুহাম্মদ শাহনেওয়াজ চৌধুরী শুভ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঢাকায় আবাসিক হোটেলে আগুন, নিহত ৪
পরবর্তী নিবন্ধটেকনাফে পাওনা চাইতে গিয়ে প্রাণ গেল দলিল লেখকের