অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহসিকতার প্রতীক আবরার ফাহাদ : আসিফ

| মঙ্গলবার , ৪ মার্চ, ২০২৫ at ১১:০৮ পূর্বাহ্ণ

অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) আবরার ফাহাদের স্বাধীনতা পদক প্রাপ্তিসহ তার আত্মত্যাগকে স্মরণ করে একটি পোস্ট দিয়েছেন। তিনি লিখেছেন, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহসিকতার প্রতীক, মুক্ত চিন্তার এক প্রতিচ্ছবি আবরার ফাহাদ। খবর বাসসের।

মরণোত্তর স্বাধীনতা পদক ২০২৫এ ভূষিত হওয়া তার আত্মত্যাগের স্বীকৃতি। তার আদর্শ আমাদের আলোকিত করে, ন্যায়বিচারের পথে এগিয়ে যেতে অনুপ্রেরণা দেয়। জাতি তোমাকে ভুলবে না, আবরার! আবরার ফাহাদ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ছিলেন। ২০১৯ সালের অক্টোবরে তাকে বর্বরোচিত ও নির্মমভাবে পিটিয়ে হত্যা করে বর্তমানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। আবরারের নির্মম মৃত্যু দেশে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল।

পূর্ববর্তী নিবন্ধশিশুসাহিত্যের প্রকাশনায় লেখক-প্রকাশকের আরো বেশি মনোযোগ চাই
পরবর্তী নিবন্ধঅমর্ত্য সেন ‘স্বৈরাচারের পক্ষে ওকালতি করছেন’ : জামায়াত আমির