চট্টগ্রামের বায়েজিদে শীর্ষ সন্ত্রাসী মিজানের সহযোগী মিল্লাতসহ তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (২রা মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন ওয়াজেদিয়া মাদ্রাসার পাশে একটি পরিত্যাক্ত ভবন থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
সোমবার (৩ মার্চ) দুপুরে দামপাড়া পুলিশ লাইন্সের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান নগর পুলিশের উত্তর বিভাগের উপ-কমিশনার আমিনুল ইসলাম।
গ্রেপ্তারকৃতরা হলেন- মোহাম্মদ মিল্লাত (২৪), মোহাম্মদ আবুল হাসনাত ফাহিম (২০) এবং মো. রুবেল (২৬)। এ সময় তাদের কাছ থেকে বিদেশি পিস্তল, গুলি, দেশীয় তৈরি অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা আরেক সন্ত্রাসী সাজ্জাদ গ্রুপের প্রতিদ্বন্দ্বী বলে পুলিশ জানিয়েছে।
গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে নগরীর বায়েজিদ বোস্তামি থানায় অস্ত্র ও মাদক আইনসহ পৃথক তিনটি মামলা করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।