হোয়াইট হাউজে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের উত্তপ্ত বাক্য বিনিময়ের পর যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে ইউক্রেনের সমর্থনে বিক্ষোভ দেখা গেছে। সাংবাদিকদের সামনে ওভাল অফিসে গত শুক্রবারের ওই বাকবিতণ্ডার পর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক, লস এঞ্জেলেস ও বোস্টনে ইউক্রেনের সমর্থনে হওয়া বিক্ষোভে শত শত মানুষ অংশ নিয়েছে। ভারমন্টের ওয়েটসফিল্ডের একটি সড়কের পাশে থাকা বিক্ষোভকারীদের হাতে দেখা গেছে ইউক্রেনের সমর্থনে লেখা নানান স্লোগান, প্রতীক, তাও এমন এক সময়ে যখন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এই রাজ্যটিতে পরিবার নিয়ে ছুটি কাটাতে এসেছিলেন। মার্কিন গণমাধ্যমগুলো জানায়, ভারমন্টে এই বিক্ষোভের কারণে ভ্যান্স ও তার পরিবারের সদস্যদের আগে থেকে নির্ধারিত স্কি রিসোর্ট থেকে অজ্ঞাত এক স্থানে সরিয়ে নেওয়া হয়। খবর বিডিনিউজের।