আজ থেকে মাঠে গড়াচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) এবারের আসর। এই আসরে শেষ মুহূর্তে গিয়ে দল পেয়েছেন চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা না পাওয়া লিটন কুমার দাস। তবে বাংলাদেশ দলে থাকা মোস্তাফিজুর রহমান এখনও পাননি কোনো দল। লিটনের দল পাওয়ার বিষয়টি গতকাল নিশ্চিত করেছেন তামিম ইকবাল। গুলশান ক্রিকেট ক্লাবের হয়ে খেলবেন লিটন। প্রিমিয়ার লিগে উন্নীত হওয়া এই দলে বিনিয়োগ করেছেন দেশসেরা ওপেনার। গতকাল অনুশীলন শেষে মিরপুর একাডেমি ক্রিকেট মাঠে তিনি লিটনের দল পাওয়ার বিষয়টি জানানোর পাশাপাশি হতাশা প্রকাশ করেন মোস্তাফিজকে নিয়ে। তামিম বলেন, ‘লিটন দাস দল পেয়েছে। সে গুলশান ক্রিকেট ক্লাবে খেলবে।
মোস্তাফিজের বিষয়টা জানি না। খুবই দুর্ভাগ্যজনক যদি এমন (দল না পাওয়া) হয়ে থাকে। কারণ, তারা জাতীয় দলের পরীক্ষিত খেলোয়াড়। তাদের অবশ্যই প্রিমিয়ার লিগে খেলা উচিত।’ গুলশানে বিনিয়োগ করলেও তামিম খেলছেন মোহামেডান স্পোর্টিং ক্লাবে। বাংলাদেশের ঐতিহ্যবাহী দলটিকে নেতৃত্ব দেবেন তিনি। তামিমের দলের বিপক্ষেই আজ উদ্বোধনী দিনে বিকেএসপির তিন নম্বর মাঠে খেলবেন লিটনরা।