সীতাকুণ্ডে স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

সীতাকুণ্ড প্রতিনিধি | সোমবার , ৩ মার্চ, ২০২৫ at ১২:৫৭ অপরাহ্ণ

সীতাকুণ্ডে আরাফাত রহমান কোকো স্মৃতি স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বিকাল ৪টায় উপজেলার সৈয়দপুর ইউনিয়নের জাফর নগর অপর্ণা চরণ উচ্চ বিদ্যালয় মাঠে নুনাছড়া যুব সংঘের আয়োজনে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। উক্ত ফাইনাল খেলায় খোশাল মহুরী বাড়ীকে ১০ গোলের ব্যবধানে হারিয়ে নুনাছড়া স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। টুর্নামেন্টে মোট ৩২টি দল অংশ গ্রহণ করে। সৈয়দপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী এনামুল বারীর সভাপতিত্বে ও পৌরসভার ১নং ওয়ার্ড যুবদলের সভাপতি ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক মো. মোবারক হোসেন জামশেদের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক যুগ্মমহাসচিব অধ্যাপক লায়ন মো. আসলাম চৌধুরী এফসিএ।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. কমল কদর, সদস্য সচিব কাজী মহিউদ্দিন, বিএনপির সাবেক যুগ্মআহ্বায়ক জহুরুল আলম জহুর, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন দুলাল, পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন, উত্তর জেলা সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মো. মোরছালিন, উপজেলা মুক্তিযোদ্ধা কামান্ডার মো. আবুল মুনছুর, উপজেলা বিএনপির সাবেক যুগ্মআহ্বায়ক কামাল উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক জিতেন্দ্র নারায়ণ নাটু, উত্তর জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি মো. ইসমাঈল হোসেন, সৈয়দপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আইনুল কামাল, সাংগঠনিক সম্পাদক মো. আলাউদ্দিন, বারৈয়াঢালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন মাসুম, সৈয়দপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মনসন আলী, সিনিয়র সহসভাপতি মো. মহসিন ও সাংগঠনিক সম্পাদক মো. সৈকত এবং যুগ্মসাধারণ সম্পাদক আব্দুল হালিম, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাবেক ইউপি সদস্য আনোয়ার হোসেন, জাফর নগর অপর্ণা চরণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কুমার রায়, সীতাকুণ্ড ডিগ্রী কলেজের এডহক কমিটির সদস্য মো. বখতিয়ার উদ্দিন, পৌরসভা ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি সেলিম উদ্দিন, সাধারণ সম্পাদক নুর আলম বাবুল, সৈয়দপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য হেলাল উদ্দিনসহ নেতৃবৃন্দ। খেলা শেষে অতিথিবৃন্দ দুইদলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন।

পূর্ববর্তী নিবন্ধকাপ্তাইয়ে শহীদ শামসুদ্দীন বালিকা উচ্চ বিদ্যালয়ে পুরস্কার বিতরণী
পরবর্তী নিবন্ধফটিকছড়িতে আলমগীর স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন