চন্দনাইশের দোহাজারী পৌরসভার জামালুর রহমান খান বিজ্ঞান–প্রযুক্তি স্কুল এন্ড কলেজে গত সোমবার দিনব্যাপী অনুষ্ঠিত হয় তারুণ্যের উৎসব। দিনব্যাপী আয়োজনে কলেজের নতুন ক্যাম্পাসে ছিল পিঠা উৎসব ও বইমেলা। এছাড়া কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বাংলা সংস্কৃতির এই ঐতিহ্যবাহী আয়োজন এক মিলনমেলায় পরিণত হয়। প্রতিষ্ঠানটির দাতা সদস্য আলী আজম খানের সভাপতিত্বে তারুণ্য উৎসবে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক মো. রাজিব হোসেন।উদ্বোধক ছিলেন সমাজসেবক আলী আকবর। স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আশরাফুল ইসলাম। প্রভাষক মো. ইব্রাহিম খলিল ও শিক্ষক দীপায়ন মন্ডলের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার বিপিন চন্দ্র রায়, জামালুর রহমান খান বিজ্ঞান–প্রযুক্তি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সদস্য আখতার হোসেন খান, আনিসুর রহমান, প্রধান শিক্ষক জাফর আহমদ, ফরিদ আহমদ, কবির হোসাইন, ডা. আবদুর রহমান, কবি জাহাঙ্গীর আলম। উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক মোহররম আলী, ইন্সট্রাক্টর ইঞ্জিনিয়ার লিখন কান্তি দাশ, হেপী দাশ, আবু তারেক খান, প্রভাষক জাবেদ ইকবাল, রাশেদুল ইসলাম, দেবাশীষ বড়ুয়া, বিটু মুহুরি প্রমুখ। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।